মিসির আলি চরিত্রের জন্য যা করেছেন চঞ্চল চৌধুরী (ভিডিও)

চঞ্চল চৌধুরী। ছবি- বাংলা ট্রিবিউনমিসির আলি! দেশের সবচেয়ে জনপ্রিয় লেখক হ‌ুমায়ূন আহমেদের অনবদ্য চরিত্র। যা পর্দায় উঠে আসছে প্রযোজক-অভিনেত্রী জয়া আহসানের ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে।


চরিত্রটি ধারণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। মিসির আলি হিসেবে হিসেবে হাজির হতে বেশ পরিশ্রমও করতে হয়েছে তাকে।

বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজন ‘সেলিব্রেটি শো’-তে উপস্থিত হয়ে ছবির নানা গল্প করেন এ শিল্পী। জানান চরিত্রটি নিয়ে অজানা কথা। সঙ্গে ছিলেন জয় আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বন্যা মির্জা।অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বন্যা মির্জা

চঞ্চল শুটিংয়ের প্রস্তুতির কথা প্রসঙ্গে বলেন, ‘‘এ চরিত্রটি নিয়ে মনে হয় হাজারবার ট্রায়াল দিতে হয়েছে। কয়েক শ’ চশমার পরতে হয়েছে। কোন ড্রেস পরব, কীভাবে হাঁটব, কথা বলব- এগুলো নিয়ে দিনের পর দিন খাটতে হয়েছে। ‘আয়নাবাজি’ চলচ্চিত্রতে ছ’টা চরিত্র করতে হয়েছে। নাটকে শত শত চরিত্রে অভিনয় করেছি, তাই চেষ্টা করেছি যেন মিসির আলি কারও সঙ্গে মিলে না যায়।’’

চঞ্চল-জয়া আহসান। ছবি- বাংলা ট্রিবিউননিজের চুলও নাকি কিছু খোয়া গেছে বলে জানালেন এ অভিনেতা। ‘চুল প্রায় নষ্ট হয়ে গেছে। কারণ এখানে সব কিছু সত্যিকারের করতে চেয়েছি। এজন্য চুলে রংও করতে হয়েছে। আর একটা কথা, মিসির আলি সম্পর্কে পাঠকদের প্রায় সবাই জানেন। তাদের ইমেজের সঙ্গে আমার উপস্থিতির তুলনা হবে। তাই এই জায়গাতে একটু টেনশন ছিল। আর এ কারণে ডাবিংও দুইবার করেছি। প্রথমবারেরটি ঠিক মিসির আলির মতো মনে হয়নি।’

জয়া আহসানও এসময় চঞ্চলের কথায় মাথা ঝুঁকিয়ে সায় দেন। জানান, ছবিতে সবচেয়ে ভালো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
বাংলা ট্রিবিউন সেলিব্রেটি শোয়ে এই দুই তারকার আড্ডা হয় ৬ অক্টোবর বিকাল সাড়ে তিনটায়। অনুষ্ঠানটি পুরো দেখতে পারবেন ইউটিউবের এই লিংকে:

উল্লেখ্য, ‘দেবী’ জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’র প্রথম সৃষ্টি। এর মাধ্যমে প্রথমবারের মতো পরিচালনা করছেন অনম বিশ্বাস। পাশাপাশি চলচ্চিত্রটির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে শবনম ফারিয়ার।