নিজেই সব! (ভিডিও)

ভিডিওর একটি দৃশ্যে আরজীনএমন কাণ্ড সচরাচর ঘটে না। ‘ফিরে আয়া- কাম ব্যাক’ শিরোনামের একটি গান-ভিডিওতে যা যা ঘটেছে।
সম্প্রতি ইউটিউবে উন্মুক্ত হওয়া এই গানটির শিল্পী যুক্তরাষ্ট্র প্রবাসী আরজীন। গানটি লেখা থেকে শুরু করে এর সুর, সংগীতায়োজন, কণ্ঠ, ভিডিও নির্মাণ, মডেলিং, সম্পাদনা এবং প্রকাশ পর্যন্ত আরও যা যা করার ছিল, তার সবটুকু একাই করেছেন তিনি!
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গান-ভিডিওটি আরজীন ধারণ করেছেন নিজের মুঠোফোন দিয়ে। মডেলও হয়েছেন নিজেই।
সম্ভবত এসব কারণে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাংলা কমিউনিটিতে বেশ জনপ্রিয় এই তরুণ সংগীতশিল্পী।
আরজীন জানান, সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন লস অ্যাঞ্জেলেস শহরের পিঙ্ক টারবান নামের একটি রেকর্ড লেবেলের সঙ্গে। সেখান থেকে  তার পরবর্তী গান ‘প্রেম দে’ মুক্তি পাবে শিগগিরই।
বাংলাদেশে বেড়ে ওঠা আরজীনের সংগীতের হাতেখড়ি মূলত পরিবার থেকে। পরবর্তীতে আলতাফ মাহমুদ সংগীত বিদ্যানিকেতন এবং বুলবুল ললিতকলা একাডেমি থেকে নজরুলসংগীতের ওপর তালিম নেন। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসে পণ্ডিত গিরিশ চট্টোপাধ্যায়ের কাছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল সংগীতের ওপর তালিম নিচ্ছেন।
ফিরে আয়- কাম ব্যাক: