নতুন রূপে উপস্থাপক খন্দকার ইসমাইল

টেলিছবির একটি দৃশ্যে খন্দকার ইসমাইল

উপস্থাপক খন্দকার ইসমাইল অভিনয়ও করেন! খবরটি নতুন করে জানা গেছে কয়েক মাস আগে ‘হৃদয়ের টান’ নামের একটি নাটকের মাধ্যমে। তখন জানান, টানা ২০ বছর পর অভিনয়ে ফিরেছেন তিনি!
সেই খবরের রেশ ধরে এবার তিনি নাম ভূমিকায় অভিনয় করলেন ‘সম্রাট দ্যা গ্রেট’ নামের একটি টেলিছবিতে। অভিনয়ের পাশাপাশি এটি নির্মাণও করেছেন তিনি নিজেই। এতে তার নায়িকা হিসেবে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।
এ টেলিছবির চিত্রনাট্য তৈরি করেছেন জাকির হোসেন উজ্জ্বল। কাজটি প্রসঙ্গে নির্মাতা-অভিনেতা খন্দকার ইসমাইল বলেন, ‘টেলিছবিতে আমাকে সম্রাট চরিত্রে দেখা যাবে। সমাজের একজন প্রতিবাদী মানুষের চরিত্রে অভিনয় করেছি। আমাদের সমাজে নানা অনিয়ম-অপরাধ হচ্ছে। আমি এসবের প্রতিবাদ করি। একটা সময় অপরাধ জগতের মানুষ আমাকে হত্যার পরিকল্পনা করে। তারপর গল্প অন্যদিকে মোড় নেয়।’
১৯৯৮ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘সময় বহিয়া যায়’ শিরোনামের একটি নাটকে তিনি প্রথম অভিনয় করেন। পরবর্তীতে উপস্থাপনায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। এখন থেকে নিয়মিত অভিনয় ও নাটক নির্মাণ করবেন বলে জানান তিনি।