চলচ্চিত্র উৎসবের বিচারক কাঞ্চন-রুবাইয়াত

ইলিয়াস কাঞ্চন ও রুবাইয়াত হোসেন

আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‌‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। আর এতে বিচারক হিসেবে দেখা যাবে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও নির্মাতা রুবাইয়াত হোসেনকে।

বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ। ভিন্ন দুটি বিভাগে বিচারক হিসেবে কাজ করবেন তারা।

বিষয়টি নিয়ে ইলিয়াস কাঞ্চন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বছর তিনেক আগে তাদের জন্য বিচারক হিসেবে কাজ করেছিলাম। মাঝের সময়টাতে অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকায় তা আর করা হয়নি। এবার আবারও যুক্ত হলাম। আমি এশিয়ান প্রতিযোগিতা বিভাগের জুরি হিসেবে আছি।’

অন্যদিকে নির্মাতা রুবাইয়াত হোসেন উইমেন্স ফিল্ম সেকশনের জুরি বোর্ডে আছেন। 
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই স্লোগান এবার উৎসব আয়োজন করা হয়েছে। এতে ৬০ দেশের দুই শতাধিক চলচ্চিত্র দেখানো হবে। এরমধ্যে ৮টি বিভাগে প্রতিযোগিতা হবে। এগুলো হলো রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেকশন।

জাতীয় জাদুঘর, গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, স্টার সিনেপ্লেক্সসহ মোট ৫টি স্থানে ছবিগুলো প্রদর্শিত হবে। ৯ দিনের এই উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।