নির্মাতা সাইদুল আনাম টুটুল আর নেই

সম্প্রতি আরেক চিত্রকর আনোয়ার হোসেনের স্মরণসভায় কথা বলছিলেন সাইদুল আনাম টুটুলবরেণ্য নির্মাতা সাইদুল আনাম টুটুল আর নেই। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না...রাজিউন)।
খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক।
অলিক বলেন, ‘সাইদুল আনাম টুটুলের হৃদযন্ত্রের সমস্যা ছাড়াও ফুসফুসে পানি জমেছিল। এছাড়া রক্তচাপটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। চিকিৎসকরা বেলা সাড়ে তিনটায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তার জানাজা ও দাফনের বিষয়টি পরিবারের সঙ্গে কথা বলে ঠিক করবো। আমরা এখন হাসপাতালে যাচ্ছি।’
১৫ ডিসেম্বর দিবাগত রাত প্রায় দুইটার দিকে হৃদরোগে আক্রান্ত হন সাইদুল আনাম টুটুল। এরপর তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন এই নির্মাতা।   
২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদান পেয়ে ‘কালবেলা’ ছবিটির নির্মাণকাজ নিয়ে সম্প্রতি ব্যস্ত ছিলেন সাইদুল আনাম টুটুল। এর মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর পরিচালনায় ফিরেছেন ‘আধিয়ার’-খ্যাত এই নির্মাতা।
এর আগে সরকারি অনুদানে নির্মিত তার প্রথম ছবি ‘আধিয়ার’ মুক্তি পায় ২০০৩ সালে।
১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ ও ‘দুখাই’র মতো বিখ্যাত সব চলচ্চিত্রে কাজ করেছেন এই নির্মাতা ও সম্পাদক।