২০১৯: প্রত্যাশা ও ইশতেহার

‘ফারিয়া, থিংক পজেটিভ’

নতুন সরকারের কাছে তারকাদের কিছু প্রত্যাশা থাকা দরকার। একইভাবে শিল্পী হিসেবে তাদের ভক্তদের কাছেও নতুন বছরের একটা ইশতেহার দেওয়া দরকার। দুটো বিষয় নিয়ে বাংলা ট্রিবিউন আলাপ করার চেষ্টা করেছে অনেকের সঙ্গে। টলিউড-ঢালিউডের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ‘নতুন’ দুই ইস্যুকে সামনে রেখে নিজের ‘প্রত্যাশা’ ও ‘ইশতেহার’ তুলে ধরেছেন এইভাবে-  
নুসরাত ফারিয়া। ছবি: সাজ্জাদ হোসেন।এই বছর আমার পক্ষ থেকে একটাই ইশতেহার- সবাই যেন পজেটিভ থাকে। এটা খুবই ইম্পরট্যান্ট। সবাই যেন পজেটিভভাবে বছরটা কাটাতে পারে, সেই প্রার্থনা করি। আমি আমার জন্যেও সবসময় এই প্রত্যাশাটা করি- ফারিয়া থিংক পজেটিভ।
নতুনত্বেভরা কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চাই এই বছর। না, বিয়ে এ বছরও করছি না। সিদ্ধান্ত চূড়ান্ত।
আর নতুন সরকারের কাছে প্রত্যাশা তো অনেক। সিনেমা হল চাই। দেশের স্থিরতা চাই। মানুষের উন্নয়ন চাই। আমার ধারণা, এর অনেকটাই অর্জন করতে পারবো আমরা, এই বছর।