ছাড়পত্র পেলো ‌তাহসান-শ্রাবন্তী জুটি

তাহসান ও শ্রাবন্তীগত এক বছর ধরে চলেছে তাহসান খান ও ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির রসায়ন। অতঃপর এটি পর্দায় আসার জন্য চূড়ান্ত। অর্থাৎ ছাড়পত্র পেয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চলচ্চিত্র 'যদি একদিন'।
পরিচালক জানালেন, আজ (৩১ জানুয়ারি) বিনা কর্তনে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এটি।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘বিষয়টি নিয়ে সরাসরি সেন্সর বোর্ডের সদস্যদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা ছবিটির বেশ প্রশংসা করেছেন।’

মুক্তির প্রসঙ্গে এই নির্মাতা আরও যোগ করে বলেন, ‘আগামী রবিবার (৩ ফেব্রুয়ারি) ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে আলোচনা হবে। এরপর এর মুক্তির তারিখ চূড়ান্ত করব।’

‘যদি একদিন’ হচ্ছে সংগীতশিল্পী তাহসান অভিনীত প্রথম চলচ্চিত্র। অন্যদিকে বাংলাদেশের একক সিনেমায় কলকাতার শ্রাবন্তীর এটাই প্রথম কাজ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি এটি।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিতে তাহসান, শ্রাবন্তী ছাড়াও অন্যতম চরিত্রে আছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনেতা তাসকিন রহমান ও শিশুশিল্পী রাইসা। আরও অভিনয় করছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে।

ছবিটির ট্রেলার:

ছবির গান: