সমানে সমান বাপ্পি-মিম ও আরজু-পরী

পরী আরজু ১১১১

চলচ্চিত্র ক্যালেন্ডারে চলতি বছরের প্রথম সপ্তাহ হতে যাচ্ছে আজকের শুক্রবার (৮ ফেব্রুয়ারি)! কারণ, এ সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে মূলধারার শিল্পীদের প্রথম চলচ্চিত্র। তাও একসঙ্গে দুটি।
আর দুটি চলচ্চিত্রই প্রায় সমান সংখ্যক প্রেক্ষাগৃহ নিয়ে দর্শকের সামনে আসছে।
এগুলো হলো- বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিমের ‘দাগ হৃদয়ে’ ও কায়েস আরজু-পরীমনির ‘আমার প্রেম আমার প্রিয়া’।
এরমধ্যে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ৪২টি ও ‘দাগ’ ৪০টি হলে মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
‘আমার প্রেম আমার প্রিয়া’র মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় আসছেন আরজু ও পরীমনি দুজনেই। ছবিটি পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। কমেডি, রোমান্স ধাঁচের ছবিটির কাহিনি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংলাপ, চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।
ছবিটি প্রসঙ্গে আরজু বাংলা ট্রিবিউনকে বললেন, ‘হলের সংখ্যা কম মনে হলেও দেশের সেরা হলগুলোর প্রায় সবই আমরা পেয়েছি। আপাতত এটাই বড় স্বস্তির জায়গা। আশা করছি এই সংখ্যা সামনে আরও বাড়বে।’
অন্যদিকে বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিমের ‘দাগ’-এর বিশেষ চরিত্রে লম্বা বিরতির পর হাজির হচ্ছেন নায়িকা আঁচল।
তারেক শিকদার পরিচালিত সিনেমাটি মুক্তির কয়েকদিন আগে নাম পরিবর্তন করা হয়েছে। রাখা হয়েছে ‘দাগ হৃদয়ে’।
এ সিনেমায় আরও অভিনয় করেছেন ডি জে সোহেল, শতাব্দী ওয়াদুদ, লিনা ফেরদৌস, ফারুক মজুমদার প্রমুখ। গল্প লিখেছেন কামাল আহমেদ। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রফিকুজ্জামান।
বাপ্পি চৌধুরী তার সিনেমাটি প্রসঙ্গে দর্শক-সমালোচকদের উদ্দেশ্যে বলেন, ‘হলে গিয়ে সিনেমা দেখে এসে সমালোচনা করুন। সাদরে গ্রহণ করবো। না দেখে ফেসবুকে বড় বড় কথা বলবেন না। সিনেমা দেখে ভুল ধরিয়ে দিন, শুধরে নেবো।’