অনলাইনে এবার এলো ভালোবাসার নাটক (ভিডিও)

তিশা-জোভানদিবসভিত্তিক আয়োজনে এবার সাজছে অনলাইন মাধ্যমগুলোও। একগুচ্ছ স্বল্পদৈর্ঘ্যের পর এবার ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিউবে অবমুক্ত হলো নাটক।

এর নাম ‘তোমার শহরে মেঘ’। মেহরাব জাহিদের রচনায় এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। এতে প্রধান দুটি চরিত্রে আছেন জোভান ও তাসনোভা তিশা।

পরিচালক বাংলা ট্রিবিউনকে জানান, উচ্চবিত্ত পরিবারের দুই তরুণ-তরুণীর গল্প এটি। মূলত ভালোবাসার কাহিনি এতে উঠে এসেছে।

গল্পটি শুরুটা হয় এভাবে, আরিয়ান ও সাফা একই কমিউনিটির ছেলে-মেয়ে। বিলিয়ার্ড বোর্ডে মাঝে মাঝেই দেখা হয় তাদের। আরিয়ান ভালো খেলোয়াড়। কিন্তু একদিন হঠাৎ পুল খেলায় সাফা আরিয়ানকে হারিয়ে দেয়। ঘটনা এখান থেকেই শুরু। আরিয়ান হেরে যাওয়া মেনে নিতে পারে না। বন্ধুবান্ধবদের সামনে অপমানিত বোধ করে সে। এভাবে হেরে যাবে, এটা সে কিছুতেই মানতে পারে না। আরিয়ান এটার শোধ তুলতে চায়। এরপর আরিয়ান কিছু কৌশল অবলম্বন করে।
এখানে আরিয়ান ও সাফা চরিত্রে অভিনয় করেছেন জোভান ও তিশা। আরিয়ানের বন্ধু হিসেবে আছেন আনন্দ খালেদ। আরও অভিনয় করেছেন শুভেচ্ছা রহমান, রচি, সুরভীসহ অনেকে। গতকাল (১২ ফেব্রুয়ারি) নাটকটি ইউটিউবের জাগো এন্টারটেইনমেন্ট চ্যানেলে অবমুক্ত হয়েছে।
ভিডিও: