একটির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি দেবে না ‌‘হৃদয়ের রংধনু’

ছবির শিল্পীরাফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘হৃদয়ের রংধনু’। তবে পরিচালক রাজিবুল হোসেন জানালেন চমকে ওঠার মতো খবর। ছবি মুক্তির এখনও চার দিন বাকি থাকলেও প্রথম সপ্তাহে ১ হলের বাইরে দেখাতে চান না তারা।

পরিচালক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মূলত দর্শক দিয়ে এর প্রচারণা করার পরিকল্পনা করেছি। একজন দর্শক সিনেমাটা দেখে ১০ জনকে বলবে। দর্শকদের চাহিদার সঙ্গে সঙ্গে এর হল সংখ্যা বাড়বে। আমরা অযথা হাইপ তুলে তাদের প্রত্যাশাকে ম্লান করব না। যদি খারাপ হয়, তবে ছবি নেমে যাবে। যদি তাদের প্রত্যাশা মতো চলচ্চিত্র হয়, তারা প্রশংসা করবেন। হল সংখ্যা বাড়বে। আর একটি বিষয়, ১৫-৩৫ বছর বয়সী মানুষের ছবি এটি। আমরা চাচ্ছি, তাদের পছন্দের হলগুলোতে ছবিটি মুক্তি দেওয়ার।’

তিনি জোর দিয়ে জানান, ‘হৃদয়ের রংধনু’ পর্যটনের ছবি, দেশের ছবি। দর্শকরা সেটা অনুবোধন করতে পারবেন।হৃদয়ের রংধনু ছবির আমন্ত্রণপত্র
ছবিটি নিয়ে আজ (১৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন নির্মাতা। সেখানেই চলচ্চিত্রটির মুক্তি প্রসঙ্গে বিস্তারিত জানাবেন তিনি।

দুই বছর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকার পর গত ২৩ অক্টোবর ছাড়পত্র পায় ‘হৃদয়ের রংধনু’।
ছবিতে দেশি-বিদেশি শিল্পীরা অভিনয় করেছেন। এদের মধ্যে আছেন মিনা পেটকোভিচ (সার্বিয়া), শামস কাদির, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা প্রমুখ।
২০১৪ সালে ছবিটির শুটিং শুরু হয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ছবিটির দেশের ৫৪ জেলায় দৃশ্যধারণ হয়েছে।