৯১তম অস্কার: চিত্রগ্রহণে সেরা আলফনসো কুয়ারন

রোমাঅ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে চিত্রগ্রহণ বিভাগে সেরার স্বীকৃতি পেলেন মেক্সিকোর আলফনসো কুয়ারন। নিজের পরিচালিত ‘রোমা’ ছবির সুবাদে এই পুরস্কার উঠলো তার হাতে। স্প্যানিশ ভাষায় এটি নির্মাণ করেছেন তিনি।

এ বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘কোল্ড ওয়ার’, ‘দ্য ফেভারিট’, ‘নেভার লুক অ্যাওয়ে’, ‘অ্যা স্টার ইজ বর্ন’।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে রবিবার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) শুরু হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯১তম আয়োজন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হচ্ছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে দেখতে পারছেন এবারের অস্কারযজ্ঞ।

এবারের অস্কারে কোন উপস্থাপক নেই। মূল আয়োজন শুরুর আগে এক ঘণ্টা ৫০০ ফুট দীর্ঘ লালগালিচায় পা মাড়িয়েছেন তারকারা। প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।