৪৪ বছর পর মেয়ের কণ্ঠে মায়ের গান

কোনও এক কুয়াশা প্রহরে আলিফ আলাউদ্দিন (বামে) ও সালমা সুলতানা (ডানে)১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল আলমগীর-কবরী জুটির ‘লাভ ইন শিমলা’। এই ছবির অন্যতম গান ‘ওগো তুমি যে আমার’। মুকুল চৌধুরীর কথায় গানটির সুর করেছেন আলম খান। গেয়েছিলেন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ ও নজরুলসংগীত শিল্পী সালমা সুলতানা।
টানা ৪৪ বছর পর সেই গানটি আবার কণ্ঠে তুললেন সালমা সুলতানার মেয়ে আলিফ আলাউদ্দিন। গানটির নতুন সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত ও ফয়সাল। মিক্স-মাস্টার করেছেন সংগীত পরিচালক শওকত আলী ইমন। আর ভিডিও নির্মাণ করেছেন তানভীর খান।
গানটি উৎসর্গ করা হয়েছে সালমা সুলতানাকে।
এটি ২ মার্চ উন্মুক্ত হয়েছে ডিজে রাহাতের ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকে ভালো প্রশংসা পাচ্ছেন আলিফ ও সংশ্লিষ্টরা।
আলিফ বললেন, ‘মাকে উৎসর্গ করে গানটি গেয়েছি। অবশ্যই তাঁর মতো হয়নি, তবুও ভালোবেসে গাওয়া। আশা করি নতুন সংগীতায়োজন করা গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’
ওগো তুমি যে আমার:

৭০-৮০ দশকের নন্দিত শিল্পী সালমা সুলতানা ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান।
প্রসঙ্গত, সালমা সুলতানা দেশের বিখ্যাত সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর প্রথম স্ত্রী, জনপ্রিয় কণ্ঠশিল্পী আবিদা সুলতানার ছোট বোন ও সংগীত পরিচালক শওকত আলী ইমনের বড় বোন।