অমিতাভের সিনেমার স্ক্রিপ্টে ওয়েব সিরিজ!

নেভিল, অমিতাভ ও অপি

‘ছোটবেলায় বাপ আমারে শিখাইছিল মুরগি কেমনে জবাই করে। জবাই করমু কী, এক কোপে মাথাই আলাদা কইরা ফেলাইছিলাম’— ট্রেলারে অপি করিমের মুখে এমনটি শুনে হলভর্তি অতিথিরা হেসে উঠেছিলেন।

উপস্থিত অপি করিমও হাসলেন। বললেন, ‘গত শীতে উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহের মধ্যে কাজটি করেছিলাম। আমরা চরিত্রটি একজন খুনি, পলাতক ও এক মায়ের।’
আজ (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অপি বলছিলেন নতুন ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো’র পর্দার সামনের কথা। আর পেছনের কথাটা বললেন এর নির্মাতা অমিতাভ রেজা। জানালেন, এটা ছিল তার সিনেমার পাণ্ডুলিপি। যখন ‘আয়নাবাজি’র কথাও কেউ জানত না, সে সময়ের গল্প এটা।
‘আয়নাবাজি’-খ্যাত এই পরিচালক বলেন, ‘১০-১২ বছর আগে এশিয়াটিকের নেভিল ও আমরা একসঙ্গে আড্ডা দিতাম। রাতে খেতাম। তার সঙ্গে কথা বলতে বলতে মনে হতো এই যে তার কর্পোরেট জীবন সে ধারণ করছে, যদি এখান থেকে সে কোনও দিন বের হয়ে যায়, তাহলে কী হবে! এই বিরক্তি, হতাশা, জীবনবোধ কীভাবে উঠে আসবে। মূলত ঢাকা মেট্রো গাড়িটি নিয়ে সে একদিন বাসা থেকে বের হয়ে যায়। চলে যায় ঢাকার বাইরে। তার হতাশা, বিরক্তি, নতুন পরিবেশ অন্যভাবে উঠে আসতে লাগে। এখানে যুক্ত হয় জয়গুণ বিবি। বেশিরভাগ শুটিং হয়েছে উত্তরবঙ্গে।’

অমিতাভ আরও বলেন, ‘নেভিলের কাছে তার গল্পটা শুনে আদিত্য কবিরকে বললাম। সে এতটাই রোমাঞ্চিত যে, এক রাতেই স্ক্রিপটা শেষ করে ফেললো। ইচ্ছা ছিল এটা দিয়ে সিনেমা বানাবো। এরপর একের পর এক প্রডিউসারের কাছে গিয়েছি। গল্প শুনে তারা বলতেন, ভালো হয়েছে কিন্তু একটা প্রেমের ছবি বানান! আমার এ গল্পটা দিয়ে আর কাজ করা হয় না। এরপর হইচই (প্রযোজনা প্রতিষ্ঠান) যখন অফার করলো আমাকে, ঠিক করলাম এটা দিয়েই ওয়েব সিরিজটি করবো। এ কারণে পাণ্ডুলিপিতে আরও একটু ঘষামাজা করেছি।’শুটিংয়ে অমিতাভ ও অপি
সংবাদ সম্মেলনে ‘ঢাকা মেট্রো’ ওয়েব সিরিজের বেশ কয়েকটি ট্রেলার প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা অমিতাভ রেজা, অভিনেত্রী অপি করিম, শশী, নেভিল ফেরদৌস হাসান, শরিফুল ইসলাম, মনোয়ার কবিরসহ আয়োজক প্রতিষ্ঠান হইচইয়ের কর্মকর্তারা।

৯ পর্বের এই ওয়েব সিরিজের দৃশ্যধারণ শুরু হয় গত বছর। এর দৃশ্যধারণ হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ও ঢাকায়। পহেলা বৈশাখ উপলক্ষে ‘হইচই অ্যাপে’ আগামী ১১ এপ্রিল ‘ঢাকা মেট্রো’ মুক্তি দেওয়া হবে। এর মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করলো ভারতীয় এ প্রতিষ্ঠানটি।