‘উহা একটি প্রেম ছিলো’

একটি দৃশ্যে সজল আহমেদ ও শার্লিন ফারজানারাতুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। কোনও এক সকালে অপরিচিত একটা নাম্বার থেকে কল আসে। অপর প্রান্ত থেকে ভেসে আসে একটা মেয়ের কণ্ঠ। যে কণ্ঠ রাতুলকে ওলট-পালট করে দেয়।
রাতুল ফিরে যায় বর্তমান থেকে অতীতে। চোখের সামনে ভেসে ওঠে, কিছু পুরনো দৃশ্য। অনুভব করে, এক জীবনে কোনও একজন মানুষকে মনের কথাটি বলতে না পারার বেদনা। রাতুল ফিরে যায়, ফেলে আসা কলেজ জীবন, দীর্ঘ ছয়টা বছর নিজের সাথে যুদ্ধ করার গল্পে।
তুলি নামের মেয়েটি রাতুলকে সারাজীবন শুধু বন্ধু ভেবেই এসেছিলো, এতোটা বছর পর সেই তুলির কল আসে রাতুলের ফোনে!
এমনই, পাওয়া অথবা না পাওয়ার এক বেদনার গল্পে নির্মিত হয়েছে নাটক ‘উহা একটি প্রেম ছিলো’।
এটি রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ফরহাদ আলম। এতে রাতুল চরিত্রে অভিনয় করেছেন সজল আহমেদ ও তুলি চরিত্রে শার্লিন ফারজানা। আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, জুবায়ের জাহিদ, আলামিন প্রমুখ।
নির্মাতার ভাষ্য, ‘এটা আমার তৃতীয় নির্মাণ। জানি, সংখ্যার বিচারে খুবই নগণ্য। তবুও, আমার কাছে প্রতিটি কাজই সন্তানতুল্য। আমার নির্মাণ গুরু অরণ্য আনোয়ারের শিষ্য হিসেবে বরাবরই চেয়েছি নিজস্ব একটা ঘরানা তৈরি করতে। বাকিটা দর্শক বলতে পারবেন, কতোটা পেরেছি।’
নির্মাতা ফরহাদ আলম জানান, ‘উহা একটি প্রেম ছিল’ প্রচার হচ্ছে আজ (১৩ এপ্রিল) রাত ৯টা ৫ মিনিটে, এনটিভিতে।
নাটকটির ট্রেলার: