গ্রামের দুর্নীতিবিরোধী অভিযানে যখন জাহিদ!

জামিল, জাহিদ ও নাদিয়া

 

যেখানে দুর্নীতি, সেখানেই হাজির হন জাহিদ হাসান। তার কাজ হচ্ছে দুর্নীতিবাজ, অন্যায়কারী ও প্রতারককে উচিত শিক্ষা দেওয়া।
আর এ কারণেই গ্রামে তার বেশ জনপ্রিয়তা। এটি হচ্ছে ঈদের জন্য নির্মিত ধারাবাহিক নাটক ‘মিয়ার বেটা’র মূল গল্প।

এখানে এমন ভূমিকাতেই দেখা যাবে এই অভিনেতাকে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন সোহেল রানা ইমন। এতে মিয়ার বেটা চরিত্রে আছেন জাহিদ হাসান।

সম্ভ্রান্ত মিয়াবাড়ির একমাত্র বংশধর মিয়ার বেটা। ডাকনাম বাদল। নাটকটিতে আরও অভিনয় করেছেন সালেহা খানম নাদিয়া, ফজলুর রহমান বাবু, সুদীপ দে, বড়দা মিঠু, জামিল হোসেনসহ অনেকে।
নাটকের গল্প সম্পর্কে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘‘হাসি, মজা ও বুদ্ধিদীপ্ত সমাধানে এটি করে থাকেন জাহিদ হাসান। ইভটিজিং, চুরি, ডাকাতিসহ অনেক কিছুর সমাধান করতে সাধারণত তাকে দেখা যাবে। তার মাধ্যমে এক আদর্শ গ্রামীণ জীবনের প্রাণবন্ত রূপ ফুটে ওঠে ‘মিয়ার বেটা’তে।’’
পরিচালক সোহেল রানা ইমন জানান, ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলের বিশেষ আয়োজনে এটি দেখানো হবে।