অনলাইনে দেখা যাবে বিশ্বকাপের সব খেলা

বিশ্বকাপের অধিনায়করা। ছবি- সংগৃহীত৩০ মে থেকে শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের লড়াই। বিশ্বসেরার মুকুট অর্জনে বিশ্বকাপের মাঠে নামবে ১০টি দল।
মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ২ জুন। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই। ইতোমধ্যেই পুরো আসরটি  ঘিরে চলছে নানা আয়োজন। বাড়তি উদ্দীপনা দিতে থাকছে অনলাইনে খেলা দেখার সুযোগও। আইসিসির বাংলাদেশ অঞ্চলের ডিজিটাল ব্রডকাস্টিং পার্টনার ‘র‌্যাবিটহোল বিডি’ বিশ্বকাপের প্রতিটি ম্যাচ অনলাইনে বাংলাদেশে দেখানোর একমাত্র স্বত্ব পেয়েছে। তাদের মাধ্যমে অনলাইনে দেখা যাবে পুরো আসর।
তারা জানায়, http://www.rabbitholebd.com/ এ সাইটে গিয়ে প্রতিটি খেলা দর্শকরা উপভোগ করতে পারবেন। শুধু লগ-ইন করেই বিনামূল্যে খেলা দেখা যাবে।
মেইল আইডি কিংবা ফোন নাম্বার দিয়েই নিবন্ধন করা যাবে। অথবা পাঠকের ফেসবুক কিংবা জি-মেইল আইডি ব্যবহার করেও এটি করা যাবে।

উল্লেখ্য, র‌্যাবিটহোল এর আগেও ঘরোয়া ক্রিকেট প্রচার করেছে। এবারই প্রথম বিশ্বকাপের মতো আসরে স্বত্ব প্রতিষ্ঠানটি। এর আগে ২০১৮ সালের জুনে প্রথমবারের মতো বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজ দিয়ে আন্তর্জাতিক খেলা র‌্যাবিটহোল তাদের অফিসিয়াল ওয়েবসাইট সম্প্রচার করে।