ব্যান্ড নেমেসিস-এর সকল কার্যক্রম স্থগিত!

মঞ্চে জোহাদঅনির্দিষ্ট সময়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্যান্ড নেমেসিস-এর সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো!
শুক্রবার (৩১ মে) ২০ বছর বয়সী এই ব্যান্ডটির ফেসবুক পেইজে ভক্ত-শ্রোতাদের এমনটাই জানান দেন দলটির সদস্যরা।
যেখানে বলা হয়, অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে যাচ্ছেন তারা। ফলে, আপাতত নেমেসিস কোনও রকম কনসার্ট কিংবা গান তৈরির কাজে অংশ নিচ্ছেন না।
‘নেমেসিস’-এর প্রধান কণ্ঠশিল্পী জোহাদ রেজা চৌধুরীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন বিস্তারিত, ‘এটা আসলে ব্যান্ড ভাঙা অথবা বিলুপ্ত ঘোষণা করার মতো বিষয় নয়। আমরা নিজেদের আরও প্রস্তুত করার জন্যই এমন বিরতিতে গেলাম। আমাদের ড্রামার ডিও প্রায় ছয় মাস ধরে অসুস্থ। আমাদের আরেকজন সদস্যেরও শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। ফলে তাদের বাদ দিয়ে এগিয়ে যাওয়া আমাদের জন্য ঠিক হবে না। আগে সুস্থতা পরে গান। তাই আমরা আপাতত ব্যান্ডের সকল কার্যক্রম স্থগিত করলাম।’
জোহাদ আশ্বস্ত করে আরও জানান, দুই সদস্য সুস্থ হয়ে উঠলে নতুন উদ্যমে শিগগিরই শুরু হবে নেমেসিস-এর কার্যক্রম। তবে সেটা কবে নাগাদ সম্ভব, সে বিষয়ে অস্পষ্ট তিনি নিজেও।
দলের সদস্যরা‘নেমেসিস’-এর জন্ম ১৯৯৯ সালে জোহাদ ও তার স্কুল বন্ধুদের নিয়ে। তাদের প্রথম প্রকাশিত গান ‘অবচেতন’। যা প্রকাশ হয় ২০০৩ সালে ‘আগন্তুক-২’ নামে মিশ্র অ্যালবামে। তাদের প্রথম একক অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশ পায় ২০০৫ সালে। এরপর ছয় বছর পর ২০১১ সালে মুক্তি পায় রক ঘরানার ব্যান্ডটির দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় যাত্রা’। এছাড়া অসংখ্য মিশ্র অ্যালবামেও তাদের বেশ জনপ্রিয় গান রয়েছে। ‘কবে’ শিরোনামের গানটি ব্যান্ডটির সবচেয়ে জনপ্রিয় গান।
‘নেমেসিস’-এর বর্তমান লাইনআপ—জোহাদ (ভোকাল ও গিটার), রাতুল (বেজ ও ভোকাল), ডিও (ড্রামস), যাফির ও রাফসান (গিটার)।