৩৪ বছর পর রিমেক হলো তপন চৌধুরীর গান, গাইলেন কোনাল

তপন চৌধুরী, ডানে ভিডিওর একটি দৃশ্যে কোনাল১৯৮৫ সালে সারগাম থেকে প্রকাশ পায় তপন চৌধুরীর সেলফ টাইটেল অ্যালবাম। দীর্ঘ ও সফল সংগীত ক্যারিয়ারে সেটিই ছিল তার প্রথম একক অ্যালবাম। যার সবক’টি গানের সুর-সংগীতায়োজন করেছেন আইয়ুব বাচ্চু।
তপন চৌধুরী এখন কানাডা প্রবাসী আর আইয়ুব বাচ্চু গেছেন না ফেরার দেশে। বাংলা সংগীতের এই দুই কিংবদন্তির অন্যতম একটি গান ‘মনে করো’। খোশনুরের লেখা গানটি স্থান পেয়েছিল তপন চৌধুরীর প্রথম অ্যালবামে, যা আজও সমান জনপ্রিয়।
তবে সেই জনপ্রিয়তার পালে খানিক বাতাস লাগলো এই ঈদে। মূল গানটি প্রকাশের ৩৪ বছর পর নতুন সংগীতায়োজনে এটি কণ্ঠে তুলেছেন এ প্রজন্মের শিল্পী কোনাল।
জাহিদ নীরবের সংগীতায়োজন আর কোনালের গায়কীতে নতুন মাত্রা যোগ হলো পুরনো গানটিতে। সঙ্গে থাকছে সাদামাটা স্টুডিও ভার্সন ভিডিও। এটি বানিয়েছেন মারুফ রায়হান।
গানটির নতুন সংস্করণ প্রসঙ্গে তপন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা হলো আমার প্রথম অ্যালবামের প্রথম গান। কোনাল গানটা ভালো গেয়েছে। গাওয়ার আগে আমাকে বলেছে, মানে অনুমতি নিয়েছে। মিউজিক অ্যারেঞ্জমেন্টও ভালো হয়েছে। বাচ্চু শুনলে হয়তো খুশিই হতো।’
গান-ভিডিওটি ৬ জুন উন্মুক্ত হলো কোনালের নিজস্ব ইউটিউব চ্যানেলে।