মিস ইউনিভার্স বাংলাদেশ

আজ ঢাকায় আসছেন সুস্মিতা সেন

সুস্মিতা সেনকে হচ্ছেন প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশ—এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজই (২৩ অক্টোবর)।

কারণ, সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে এর গ্র্যান্ড ফিনালে। যেখানে বিজয়ীর মাথায় মুকুট পরাতে মুম্বাই থেকে ঢাকায় উড়ে আসছেন সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন।
চূড়ান্ত এই আসরে সেরা ১০ জন থেকে চূড়ান্ত বিজয়ীকে বাছাই করে নেওয়া হবে।
আয়োজক মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, সেরা দশে আছেন সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ জেসিয়া ইসলাম, শিরিন শিলা, তামান্না ইশরাত সোহানী, মারিয়া মুমু, সানোয়ার তায়েফা, আফলা আরমান, ইরানা ইশরাত, স্মৃতি আকতার, আলিশা ইসলাম ও তোশিবা আনিতা ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বিজয়ী পাবেন ৭৫০টি হীরাখচিত ২০ লাখ টাকার মুকুট। বিজয়ীকে এই ক্রাউন পরিয়ে দেবেন ১৯৯৪ সালের মিস ইউনিভার্স বিজয়ী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তিনি ঢাকায় পৌঁছাবেন আজ (বুধবার) সকাল নাগাদ। বাংলা ট্রিবিউনকে এমটাই নিশ্চিত করেন আয়োজন সংশ্লিষ্ট সাগুফতা তাসনিম।
মুকুট উন্মোচন অনুষ্ঠানে সেরা দশ প্রতিযোগী‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিষ্ঠানের চেয়ারম্যান রেজওয়ান বিন ফারুক বলেন, ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় লাল-সবুজের প্রতিনিধিকে পাঠাতে আমরা পুরোপুরি প্রস্তুত। আজকের সন্ধ্যার পর জানতে পারবেন কে হচ্ছেন তিনি। আমরা খুব চমৎকারভাবে এই অনুষ্ঠান আয়োজনের জন্য সব রকম চেষ্টা করছি।’
মুকুট বিজয়ী আসছে ডিসেম্বরে কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এটি মিস ইউনিভার্সের ৬৮তম আসর।