X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!

বিনোদন ডেস্ক
০১ জুলাই ২০২৫, ১৯:৩৭আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৯:৫০

বিক্রান্ত ম্যাসি বর্তমানে ‘আঁখোঁ কি গুস্তাখিয়াঁ’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত। এই সিনেমায় তিনি একজন দৃষ্টিপ্রতিবন্ধী সংগীতশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন। তার বিপরীতে আছেন শানায়া কাপুর।

এসব প্রচারণার মাঝেই সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্ট শোতে হাজির হন এই গুণী অভিনেতা। সেখানেই তিনি জানিয়েছেন, ছেলে বর্ধনের জন্মসনদে ধর্ম সংক্রান্ত কলাম ফাঁকা রেখেছেন তিনি।

ম্যাসি এটাও প্রকাশ করেন, তিনি চান না যে, তার ছেলে ধর্মের ভিত্তিতে কারো সাথে মিশুক।

তিনি বলেন, ‘আমার ছেলের জন্ম সনদে, আমরা ধর্মের জায়গাটা খালি রেখেছিলাম। তাই যখন তার জন্মসনদ সরকারের কাছ থেকে আসে, তখন তাতে কোনও ধর্ম উল্লেখ করা ছিল না। সরকার আপনাকে এটি লিখতে বাধ্য করে না। এটা আপনার উপর নির্ভর করে। তার জন্ম সনদ পাওয়ার সাথে সাথেই আমি ধর্মের কলামে একটি ড্যাশ রেখেছি। যদি আমি বুঝতে পারি যে আমার ছেলে কারও সাথে তাদের অনুসরণ করা রীতিনীতির ভিত্তিতে আচরণ করছে, তাহলে আমার খুব খারাপ লাগবে। আমি আমার ছেলেকে সেভাবে বড় করছি না।’

বিক্রান্তের পরিবারে তার বাবা-মা এবং ভাই ভিন্ন ধর্ম অনুসরণ করেন। তাই, ধর্মীয় পরিচয় কখনই তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি।

এই অভিনেতা বলেন, ‘আমি মনে করি, ধর্ম ব্যক্তিগত পছন্দ। আমার কাছে এটি জীবনের একটি পদ্ধতি। আমি এটাও মনে করি, ধর্ম মানুষের তৈরি। প্রত্যেকেরই তাদের ধর্ম বেছে নেওয়ার অধিকার আছে। আমি প্রার্থনা করি, আমি গুরুদ্বারে যাই, এবং আমি দরগাও পরিদর্শন করি। এই সবকিছুতেই আমি শান্তি পাই, শুধু এই কারণেই আমি এটা করি।’

বিক্রান্ত ম্যাসি এর আগে প্রকাশ করেছিলেন যে, তার বাবা খ্রিস্টান, তার মা শিখ এবং তার ভাই ১৭ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এমনকি বিক্রান্ত নিজেই শীতলের সাথে বিবাহিত, যিনি রাজপুত ঠাকুর পরিবারের সদস্য।

এই অভিনেতা আরও জানান, তিনি কোনও নির্দিষ্ট ধর্ম অনুসরণ করেন না, তবে তিনি ঈশ্বরে গভীরভাবে বিশ্বাস করেন।

সূত্র: এনডিটিভি

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
 ‘হেরাফেরি’তে ফিরছেন পরেশ রাওয়াল
 ‘হেরাফেরি’তে ফিরছেন পরেশ রাওয়াল
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান