ভিডিওতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

73083917_491256038398663_25ভোটগ্রহণ শেষ। চলছে গণনার প্রস্তুতি। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় শুরু হয়ে শেষ হলো সাড়ে ৫টা নাগাদ।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৯-২১) এই নির্বাচনকে ঘিরে বিএফডিসিতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নির্বাচন কমিশন জানায়, ৪৪৯ জন ভোটারের মধ্যে দিনজুড়ে ভোট গ্রহণ হয়েছে ৩৮৬টি। এরমধ্যে ঘটেছে কিছু বিব্রতকর ঘটনাও। দিনজুড়ে বেশিরভাগ ভোটারের কণ্ঠে ছিল, চোখে পড়ার মতো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি।
এফডিসির মূল ফটকে বাধার মুখে পড়তে হয়েছে সোহেল রানার মতো চলচ্চিত্র ব্যক্তিত্ব কিংবা বদিউল আলম খোকনের মতো পরিচালক নেতাসহ অনেককেই।
তবে দিন শেষে বড় কোনও বিশৃঙ্খলা ছাড়াই শেষ হলো ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটারদের অংশগ্রহণও ছিলো সন্তোষজনক। এ ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব বেশ শক্ত হাতেই পরিচালনা করেন ইলিয়াস কাঞ্চন। অভিমত ভোটার ও প্রার্থীদের।
দিনজুড়ে বিএফডিসির ভোটের চিত্র উঠে এসেছে বাংলা ট্রিবিউন-এর সিনিয়র প্রতিবেদক ওয়ালিউল বিশ্বাসের ক্যামেরায়। ভিডিও প্রতিবেদনটি সম্পাদনা করেছেন জনি হক
দেখে নেওয়া যাক:

আরও:
ভোটগ্রহণ শেষ, নির্বাচন নিয়ে শাকিব খানের ভবিষ্যদ্বাণী...

লাল বিএমডব্লিউতে অনন্ত-বর্ষা, শাকিব এলেন কালো প্রাডোতে

ক্ষোভ আর উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ