‘একটা পদ্মা সেতু তৈরি করা যত সহজ, একজন সাকিব তৈরি করা ততটাই অসম্ভব’

সাকিব মমম‘একটা পদ্মা সেতু তৈরি করা যত সহজ, একজন সাকিব আল হাসান তৈরি করা ততটাই অসম্ভব’ কাঁপা কাঁপা কণ্ঠে কথাগুলো বললেন ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী।
জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ করার তথ্য গোপন রাখার কারণে আইসিসি’র পক্ষ থেকে সাকিব আল হাসানের শাস্তি হয়েছে। চলে যেতে হয়েছে ক্রিকেট মাঠ থেকে। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন নিষেধাজ্ঞার খবরে স্তম্ভিত-ক্ষুব্ধ ক্রিকেটবিশ্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রতিবাদ আর সমবেদনার ঝড়। সেই ঝড়ে শামিল রয়েছেন মৌসুমীর মতো দেশের বেশিরভাগ তারকা শিল্পীও।
বুধবার (৩০ অক্টোবর) এক ভিডিও বার্তায় মৌসুমী বলেন, ‘একটা পদ্মা সেতু তৈরি করতে যতটা সহজ, একজন সাকিব আল হাসান তৈরি করা ততটাই অসম্ভব। হাজার হাজার বছর অপেক্ষা করলেও এমন একজন প্লেয়ার তৈরি করা সম্ভব না। আমাদের মাঝে সেই সাকিবকে পেয়েছি। সে আমাদের দেশের অহংকার। সম্পদ। সেই সাকিব ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছে, একজন ভক্ত হিসেবে আমি এই কষ্টটা মেনে নিতে পারছি না বলেই এই প্রতিবাদ জানাচ্ছি।’
মৌসুমী বলেন, ‘সাকিব ফিরে আসো আমাদের মাঝে। কেউ না থাকুক, আমি তোমার সঙ্গে আছি। আমি জানি, তোমাকে নিয়ে আমার দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। তোমার সাথে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, পুরা দেশ তোমার সাথে আছে।’
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘তিনি ভুল করেছেন, কারণ তিনি একজন মানুষ! কিন্তু তিনি আরও ভালো এবং শক্তিশালী খেলোয়াড় এবং মানুষ হয়ে ফিরবেন। আমরা সবসময়ই আপনাকে ভালোবাসি। কৌতূহলী মন জানতে চাইছে আগারওয়াল আসলে কে, তাকে গ্রেফতার করার কোনও চেষ্টা করা হবে কিনা, তাকে শাস্তি দেওয়া হবে? এই আগারওয়ালরা কোথায় থাকেন, কোথা থেকে সব কলকাঠি নাড়েন, কারা ধরবে তাদের? নাকি শুধুই খেলোয়াড়রাই শাস্তি পেয়ে যাবে এবং এখানেই কাহিনি শেষ করে দেওয়া হবে?’
এদিকে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘তুমি আমাদেরকে অনেক আনন্দের মুহূর্ত উপহার দিয়েছো। গোটা দেশকে এক করেছো একই আনন্দে। আজকেও তুমি পুরো দেশকে এক করেছো, একই বেদনায়। আমরা তোমার সাথেই আছি, সাকিব আল হাসান।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ লেখেন, ‘সাকিব ভুল করেছে। অন্যায় করেনি। আসুন সাকিবের পাশে দাঁড়াই। যেন এক বছর পর সাকিব ফিরে আসে দ্বিগুণ হয়ে।’
অভিনেতা এবিএম সুমন লিখেছেন, ‘এক বছর, ঠিক আছে! তার আসলে এই সময়ে একটা ব্রেক নেওয়া উচিত ছিলো।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘সাকিবের পাশে আছি। সাকিবের বিকল্প কি বাংলাদেশে আছে?’
অভিনেত্রী রুনা খান লিখেছেন, ‘সাকিব আল হাসান। ভালোবাসা ছিলো, আছে, থাকবে। আপনি আমাদের গর্ব।’


জ্যোতিকা জ্যোতি বলেন, ‘ক্রিকেট বাংলাদেশের সিগনেচার, বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশি, দেশের সম্পদ। কোনও ব্যক্তির ষড়যন্ত্রের শিকার যদি সাকিব হয়, সেটা হবে খুব দুঃখজনক!’
এদিকে দেশের প্রধান নায়ক শাকিব খান তার ভেরিফায়েড ফ্যান পেজে সাকিব আল হাসান প্রসঙ্গে লিখেছেন, ‘বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবেন না! ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এমনটাই আশা করি। সাকিবের মতো বিশ্বমানের একজন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকবেন, এটা নিঃসন্দেহে ভীষণ কষ্টের। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই দুঃসময়ে আমি তার পাশে আছি, আশা করছি বাংলাদেশের প্রতিটি মানুষ তার পাশে থাকবেন।’
কণ্ঠশিল্পী কণা লিখেছেন, ‌‌‘দেখলাম না এক বছর ক্রিকেট খেলা। কী হবে? কিছুই না!’