‘নরেন বিশ্বাস পদক’ পাচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায়

জয়ন্ত চট্টোপাধ্যায়দেশের অন্যতম আবৃত্তি সংগঠন ‘কণ্ঠশীলন’। প্রতি বছরের মতো এবারও এই সংগঠন থেকে দেওয়া হচ্ছে নরেন বিশ্বাস পদক-২০১৯।

আবৃত্তি ও অভিনয়শিল্পে অবদানের জন্য এবার এই পদকটি দেওয়া হচ্ছে জয়ন্ত চট্টোপাধ্যায়কে।
শুক্রবার (১৫ নভেম্বর) কণ্ঠশীলনের সাধারণ সম্পাদক জাহীদ রেজা নূর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কণ্ঠশীলনের সভাপতি সনজীদা খাতুনের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে আগামী ১৬ নভেম্বর শিল্পকলা একাডেমির আবৃত্তি, সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ পদক দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাহিত্যিক সেলিনা হোসেন ও কবি হাবীবুল্লাহ সিরাজী।
অনুষ্ঠানে দেশের বরেণ্য আবৃত্তিকারেরা আবৃত্তি পরিবেশন করবেন। কণ্ঠশীলনের পক্ষ থেকে থাকবে জয়ন্ত চট্টোপাধ্যায়ের লেখা কবিতা ও গদ্য আবৃত্তি-পাঠ।