আজ ১১ মে, বিশ্ব মা দিবস। প্রতিটি মানুষই তার মাকে ভালোবাসেন। নিজের মতো করেই প্রকাশ করেন এই ভালোবাসা।
এখন যেহেতু সোশ্যাল মাধ্যম অনুভূতি প্রকাশের এক বড় মাধ্যম, তাই এখানে সবাই মাকে নিয়ে তাদের ভালোবাসার কথা সবার সঙ্গে ভাগ করে নেন। আজ এই বিশেষ দিনে সাধারণ মানুষের মতো শোবিজ তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিয়ে তাদের অনুভূতি, ভালোলাগা, ভালোবাসা প্রকাশ করেছেন।
চলুন জেনে নেই শোবিজ তারকাদের সেই অনুভুতির প্রকাশ…
নিজের মাকে নিয়ে সুযোগ পেলেই শবনম বুবলী তার অনুভূতু ব্যক্ত করেন। আর আজ তো বিশ্ব মা দিবস। এ দিনে তাই মাকে ভালোবাসা না জানালেই নয়। বিশেষ এই দিনে নিজের মা ও শাকিব খানের মায়ের ছবি পোস্ট করে শবনম বুবলী লিখেছেন, ‘সবচেয়ে সুন্দরী, পরিশ্রমী এবং সবচেয়ে আদরের দু’জন মা! আল্লাহ তোমাদেরকে সর্বদা সুস্থ রাখুন। বিশ্বের সকল মায়েদের মা দিবসের শুভেচ্ছা।’
পূজা চেরি তার প্রয়াত মাকে নিয়ে স্মৃতিচারণা করে লিখেছেন,’ মা, তোমাকে ছাড়া এখনও আমার জন্মদিন আসে। সারাদিন ধরে শুধু একটা কথাই ঘুরপাক খায় মনে– এই তো মাত্র দুই বছর আগের জন্মদিনটা। তোমার শরীর তখন খুব একটা ভালো ছিল না। অথচ সেদিন আমি মন খারাপ করে তোমার সঙ্গে একটু উচ্চ স্বরে কথা বলেছি। মনে পড়ে সেদিন বলেছিলাম, ‘সবার মা, তার মেয়ের জন্মদিনে কত কিছুই না করে, তুমি তো আমার জন্য পায়েসও বানাচ্ছো না! তুমি কষ্ট পেয়েছিলে কিনা জানি না। এরপর দেখলাম তুমি সেই দুর্বল শরীর নিয়ে আমার জন্য পায়েস রান্না করলে। যদিও ঠিকঠাক হয়নি। চাল আধা সেদ্ধ ছিল, দুধও জমেনি ভালো করে, তবুও সেই পায়েসই আজ সবচেয়ে প্রিয় মনে হয়। কারণ তুমি নিজের হাতে বানিয়েছিলে, ভালোবাসা মিশিয়ে।’ এরপর তিনি লিখেছেন, ‘মা, জানো, এখনও আমার সেই একই পায়েস খেতে ইচ্ছে করছে, তোমার হাতের পায়েস…একা একা বসে থাকতে থাকতে কান্নায় চোখ ভরে যায়। কতদিন তোমাকে দেখি না, মা। জানি না সৃষ্টিকর্তা আমাকে আর কতদিন বাঁচিয়ে রাখবেন, কিন্তু যতদিন থাকি ততদিন কীভাবে এই বুকের কষ্ট চেপে রাখব? এটা তো আর সম্ভব না। একটা কথা বলি, মা, তুমি চলে যাওয়ার পর মনে হয় তুমি আমায় আবারও নতুন করে জন্ম দিয়েছো। এক নতুন পূজা। যে একা একাই লড়বে। আমি জানি, তুমি আমাকে দেখছো। অনুভব করি, তুমি এখনও আমার আশপাশেই আছো। তাই তো কোনো দুঃখ, কোনো বিপদ এখনও আমাকে ছুঁতে পারেনি। তুমি কথা রেখেছো মা। এখন আমার পালা। তুমি দেখো, তোমাকে দেওয়া কথা আমি রাখবো। যদিও পৃথিবীর চোখে তুমি নেই, আমার চোখে তুমি আছো। এই যে আমি এত কথা লিখছি, আমার মনে হচ্ছে তুমি আমার মাথায় হাত রেখে বসে আছো, হাসছো। আর বলছো, ‘পূজা, কেঁদো না মা, আমি তো আছি।’
একদম শেষে পূজা লিখেছেন, ‘একটা আবদার করব মা, এই জীবনে তুমি কখনও নিজের কথা ভাবোনি। সব সময় আমার চিন্তায় বিভোর ছিলে। তাই এবার ওপারে অন্তত নিজের খেয়াল রেখো, মা। ভালো থেকো, আমার লক্ষ্মী মামণি। অনেক ভালোবাসি মা। ইতি তোমার পূজা।’
প্রয়াত মায়ের ছবি শেয়ার করে অপু বিশ্বাস লিখেছেন, ‘মা, প্রত্যেকটা সময়ই আমার কাছে মা দিবস। তোমাকে অনেক মিস করি, মা।’ আরিফিন শুভ মাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। এই অভিনেতা প্রয়াত মাকে নিয়ে লিখেছেন, প্রিয় মা, দেখতে দেখতে তোমার যাওয়ার প্রায় এক বছর চার মাস হলো। তুমি নেই ভাবতেই পারছি না। এখনও বোঝার চেষ্টা করছি যে কী হলো আমার জীবনে। আমি কি ঘুম থেকে উঠে দেখব, তুমি পাশের রুমটাতেই আছো? আমাকে ডাকছো? সবকিছু কেমন যেন হয়ে গেল। ঈদ মানেই তো আমার প্রিয় মায়ের সঙ্গে মধুর সময়। গত ঈদে সেটা থেকে বঞ্চিত হয়েছি। ঈদে তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি। তোমার স্মৃতি চিরজাগরূক রাখতে চাই। মা, জানো যখন ওই শাড়ি পরে তোমার সঙ্গে (কবর জিয়ারত) দেখা করতে যাচ্ছি, নিচে গার্ডরা বলল, এটা আন্টির শাড়ি না, স্যার? ভালো লাগল এই ভেবে যে বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে দীর্ঘদিন নোটিশ করেছে। আমার সাফল্যে তোমার চেয়ে কেউ বেশি খুশি হতো না। তুমি থাকতে সব সময় ছায়ার মতো। আগলে রাখতে। সেই তুমি আমার জীবন থেকে সরে গেলে। তোমার সঙ্গে কাটানো মধুর সময় আজ সবই স্মৃতি। শূন্যতা চারদিকে। ডিসেম্বর এলেই হঠাৎ কাজের মধ্যেই মাথায় চলে আসে– ২৪ জানুয়ারি আবার ফিরে আসছে। সময় বড়ই স্বার্থপর! একটা একটা দিন গুনতাম, আর নিজের অজান্তে ভাবতাম, আমি কি কোথাও ভুল করছি সময়ে হিসাব করতে, নাকি আসলেই এক বছর হয়ে গেছে?’
এরপর শুভ লিখেছেন, ‘লাখো কোটি শব্দ লিখেও এই জীবনে কোনো দিন আমি বোঝাতে পারব না আমার জন্য তুমি কী ছিলে এবং আছো! জীবন চলে যাচ্ছে মা। কিন্তু একটা বিশাল শূন্যতা নিয়ে! বছরের ৩৬৫ দিনের প্রতিটি মুহূর্তে শুধু এ প্রশ্নই করেছি নিজেকে, সত্যিই তুমি নেই মা? নাকি আমি কোথাও ভুল করছি– এটা কোনো দুঃস্বপ্ন নয় তো? তোমাকে হারানোর শোক আজও কাটিয়ে উঠতে পারিনি। মা ভালো থেকো মা।’
প্রয়াত মায়ের সঙ্গে ছবি শেয়ার করে জায়েদ খান লিখেছেন, ‘মায়েরা অল্প সময়ের জন্যই সন্তানের হাত ধরে থাকেন,তবে সারা জীবনের জ ধরে থাকেন তাদের হৃদয়! আমি সব সময় বলি মায়ের কোন দিবস নাই। আর যার মা-বাবা নাই তার দিবস অনুভুতিহীন। আজ মা দিবসে ভালো থাকুক পৃথিবীর সকল বাবা-মা। যাদের মা-বাবা আছে কষ্ট দিওনা কেউ তাদের মনে। এরাই তোমার জান্নাত।’
তৌসিফ মাহবুব লিখেছেন, ‘এই মায়াময় পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা হল সন্তানের প্রতি তার মায়ের ভালোবাসা। হ্যাপি মাদার্স ডে।’ জাকিয়া বারী মম লিখেছেন, জগতের সকল মা সুখী হোক। মা দিবস ও বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা।
শারমিন জোহা শশী লিখেছেন, ‘এখন শুধু তোমার জন্যই ভালো থাকি আম্মু!