ফেসবুকে হাবিব জানালেন, বাবার সঙ্গে চলছে তার দ্বন্দ্ব!

ফেরদৌস ও হাবিব ওয়াহিদগত ১ ডিসেম্বর হঠাৎ চমকে দিয়েছিলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। কারণটা ছিল একটি ফেসবুক স্ট্যাটাস। 

হাবিব ওয়াহিদ তার ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘একটি বিশেষ বিষয় নিয়ে আমার বাবা ফেরদৌস ওয়াহিদের সঙ্গে আমার বেশ মতবিরোধ চলছে। বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করবো কিনা ভাবছি!’

পরদিন হাবিব আবার জানান, মতবিরোধের বিষয়টি সামনে আনবেন আগামী বৃহস্পতিবার।
তবে জানা যায়, এই বিরোধ বাস্তবে নয়, গানের ভিডিওতে। কারণ, ফেরদৌস ওয়াহিদ ও হাবিবের নতুন একটি গান। এর শিরোনাম ‘পাঞ্জা’। এটিই বৃহস্পতিবার প্রকাশ হবে।

সুহৃদ সুফিয়ানের কথায় এতে কণ্ঠ দিয়েছেন ফেরদৌস ও হাবিব ওয়াহিদ। বরাবরের মতোই সুর-সংগীত করেছেন হাবিব নিজেই। গানটি প্রকাশ হবে হাবিবের ইউটিউব চ্যানেলে।

এদিকে, ফেরদৌস ও হাবিব ওয়াহিদ সর্বশেষ একসঙ্গে কাজ করেছেন ‘ঝড়’ শিরোনামের গানে। এর আগেও তারা বেশ কিছু গান একসঙ্গে করেছেন। আর দুজনের প্রথম গান প্রকাশ হয়েছিল ২০০৬ সালে। ‘কলি থেকে ফুল’ শিরোনামে ছিল সেই গান।