বিয়ে ও বিচ্ছেদ নিয়ে ‘সেই তুমি, এই আমি’

সূচনা ও ইমনআনাফ ও নাজিয়ার বিয়ে হয়েছে প্রায় ছয় বছর আগে। হানিমুন করতে এসেছিল নেপালে। ছয় বছর আগে যে হোটেলে উঠেছিল ঠিক এখনও সেই হোটেলে পুনরায় উঠেছে।
তবে এবার এসেছে তারা ডিভোর্স নিতে। দাম্পত্য জীবনের ইতি টানতে। এটাই তাদের জীবনে শেষ ঘোরা এবং শেষ বোঝাপড়া। এরপর দেশে গিয়ে দুজনে আলাদা হয়ে যাবে। এই ছয় বছর একজন অন্যজনকে না বোঝা, পছন্দ-অপছন্দের টানাপড়েন, বিশ্বাসের খামতি- সবকিছু মিলিয়ে দুজনই এখন অতিষ্ঠ।
এমন একটি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘সেই তুমি, এই আমি’। তবে ঘটনা এখানেই শেষ নয়। এদিকে আনাফ এমন সিদ্ধান্তের কথা তার বন্ধু আদনান ও নাজিয়ার কাছে শেয়ার করে। তারাও আসে নেপালে। গল্পের মোড় নেয় অন্যদিকে।শাওন ও মৌসুমী

নাটকটির কেন্দ্রীয় চরিত্রগুলোতে আছেন মামুনুন ইমন, মৌসুমী হামিদ, সৈয়দ জামান শাওন ও সূচনা আজাদ। এটি রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ এবং পরিচালনা করেছেন দীপু হাজরা।

আগামীকাল (৬ ডিসেম্বর) মাছরাঙা টেলিভিশনে রাত ৯টায় প্রচার হবে নাটকটি।