তাদের নতুন ধারাবাহিক ‘ট্রাফিক সিগন্যাল’

সিদ্দিকুর, ফারুক ও রিজভী

শুরু হচ্ছে ইকবাল মাহমুদ বাবলু পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ট্রাফিক সিগন্যাল’। রাজীব মনি দাসের রচনায় এ নাটকে দেখা যাবে পারিবারিক ও মজার কিছু ঘটনা।

এতে দেখানো হবে, ট্রাফিক সিগন্যালের লাল-নীল-হলুদ এই তিন বাতির মধ্যেই যেন লুকিয়ে আছে প্রত্যেকটি মানুষের জীবন। ব্যবসা করে অনেক টাকা উপার্জন করছে কেউ, হঠাৎ করে ব্যবসায় ধস বা লালবাতি জ্বলে ওঠে! প্রেমিক-প্রেমিকারা সিদ্ধান্তহীনতায় ভোগেন তাদের ভালোবাসার পরিণতি কি হলুদ বাতির মতোই হবে! দীর্ঘদিন চাকরি না পাওয়া বেকার যুবকটি হঠাৎ একদিন একটি চাকরি পেয়ে যায়, আর তার জীবনে সবুজ বাতি জ্বলে ওঠে!
এমন একটি নাটকে হাজির হচ্ছেন একঝাঁক তারকা। যার কেন্দ্রীয় ভূমিকায় থাকছেন শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, আ.খ.ম. হাসান, কচি খন্দকার, ফারুক আহমেদ, সিদ্দিকুর রহমান, প্রাণ রায়, সাঈদ বাবু, ঈশানা, হুমাইরা হিমু ও জেনিসহ অনেকে। বিশেষ একটি চরিত্রে থাকবেন সাংবাদিক রেজাউর রহমান রিজভী। নাটকটি প্রযোজনা করেছে ট্রাই-এঙ্গেল মিডিয়া। এর মাধ্যমে প্রথমবারের মতো ধারাবাহিক নাটকের শীর্ষ সংগীতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান।

রওনক ও নাদিয়া
জানা যায়, আগামী ৭ ডিসেম্বর থেকে আরটিভিতে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৭টা ৩০ মিনিটে ধারাবাহিকটি প্রচার হবে।