আনুশকা এবার ক্রিকেটারের ভূমিকায়

আনুশকা ও ঝুলনস্বামী বিরাট কোহলি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কাপ্তান। আনুশকা শর্মা নিজেও ক্রিকেটের দারুণ ভক্ত। আর এবার নিজেই ক্রিকেটার হিসেবে রূপালি পর্দায় হাজির হচ্ছেন।
ভারতের মহিলা পেসার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাকে। প্রমীলা এই কিংবদন্তিকে নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক। আগামী সপ্তাহে কলকাতার ইডেনে শুরু যার শুটিং।
ঝুলনকে নিয়ে এ চলচ্চিত্রের ঘোষণা এসেছিল ২০১৮ সালে। নাম ‘চাকদহ এক্সপ্রেস’। শুরুতে সুশান্ত দাসের পরিচালনা করার কথা থাকলেও তিনি এখন আর এর সঙ্গে যুক্ত নেই।
আর চলচ্চিত্র কর্তৃপক্ষও নতুন নির্মাতার নাম এখনও ঘোষণা করেনি।
এতে ঝুলনের সংগ্রাম ও ক্রিকেট জীবন উঠে আসবে।
ছোটবেলায় চাকদহ থেকেই ক্রিকেটার হওয়ার যাত্রা শুরু হয়েছিল ঝুলনের। ভিড় ট্রেনে কলকাতায় অনুশীলন করতে আসতে হত। এমনকি ভারতের হয়ে খেলার সময়েও চাকদহ থেকে লোকাল ট্রেনে যাওয়া-আসা করেছেন ঝুলন। এই বায়োপিকে সেই দৃশ্যও দেখানোর কথা রয়েছে।
ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রমীলা এই তারকা ১০ টেস্ট, ১৮২ ওডিআই ও ৬৮ টি-টোয়েন্টি খেলে পেয়েছেন ৩২১ উইকেট।
সূত্র: ক্রিকট্র্যাকার, ডিএনএ ইন্ডিয়া