এ সপ্তাহের ছবি: ১২ প্রেক্ষাগৃহে ‘গণ্ডি’

গগএ সপ্তাহের ছবি হিসেবে আজ (৭ ফেব্রুয়ারি) সারাদেশে মুক্তি পাচ্ছে ‘গণ্ডি’। ঢাকায় পাঁচটি ও সারাদেশের সাতটি হলে দেখা যাবে ছবিটি। এমনটাই নিশ্চিত করেন ছবিটির নির্মাতা ফাখরুল আরেফীন খান।
বয়োজ্যেষ্ঠ দু’জন মানুষের বন্ধুত্বের গল্প নিয়ে ছবিটির মূল গল্প। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার দুজন খ্যাতনামা অভিনয়শিল্পী। একজন কলকাতার সব্যসাচী চক্রবর্তী, অন্যজন ঢাকার সুবর্ণা মুস্তাফা।
ছবিটির প্রচারণায় সম্প্রতি ঢাকায় এসেছেন ফেলুদা-খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এতে কাজ করে খুবই ভালো লেগেছে। আশা করি সিনেমাটি সবার ভালো লাগবে। দর্শকদের বলবো প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখুন। যদি ভালো লাগে তাহলে আরও পাঁচ জনকে বলুন।’
‘গণ্ডি’র অন্যতম দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মাজনুন মিজান ও অপর্ণা ঘোষ। মাজনুন বলেন, ‘এটি একটি বন্ধুত্বের সিনেমা, গণ্ডি ভাঙার গল্প। এটি আমাদের দেশের প্রেক্ষাপটে মুগ্ধ করার মতো।’
গড়াই ফিল্মস প্রযোজিত ‘গণ্ডি’-তে আরও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, আমান রেজা, পায়েল মুখার্জি প্রমুখ।

অবসরে থাকা ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কীভাবে নেয়—সেই গল্পটাই উঠে এসেছে সিনেমাটিতে।