‘মিশন এক্সট্রিম’-এর পর সানী সানোয়ারের ‘চোরের গ্রাম’

মিশন এক্সট্রিম ও ঢাকা অ্যাটাক-এর পোস্টারের মাঝে সানী সানোয়রাঢাকা অ্যাটাক। ২০১৭ সালের অন্যতম সেরা সিনেমা। এর মধ্য দিয়ে বড় পর্দায় চিত্রনাট্যকার হিসেবে অভিষেক ঘটে উপ-পুলিশ কমিশনার (ডিসি) সানী সানোয়ারের।

আর গত দুই বছরে আলোচনার শীর্ষে আছে তার পরিচালিত ছবি ‘মিশন এক্সট্রিম’-এর দুটি কিস্তি। দুটোই মুক্তি প্রতীক্ষিত। এরপর?
হ্যাঁ, এবার এই চৌকস পুলিশ কর্মকর্তা ও পরিচালক আনছেন নতুন চলচ্চিত্র। নাম ‘চোরের গ্রাম’। এটি তার চার নম্বর সিনেমা।

জানালেন, প্রথমবারের মতো সায়েন্স ফিকশন থ্রিলার গল্প লিখেছেন তিনি। প্রাথমিকভাবে এর নাম রেখেছেন ‘চোরের গ্রাম’। 
সানী সানোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘প্রায় পাঁচ বছর ধরে এই গল্পটি নিয়ে কাজ করছিলাম। সময়ের অভাবে এবং অন্য সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় এতদিন এটি শেষ করতে পারিনি। এর ওয়ার্কিং টাইটেল দিয়েছি ‘চোরের গ্রাম’। তবে নামটি পরিবর্তন হবে।’’
আরও জানালেন, ‘মিশন এক্সট্রিম’-এর কাজের মধ্যেও মনে গেঁথে ছিল নতুন ছবির গল্প।
সানীর ভাষ্যটা এমন,  ‘২০১৫ সাল থেকে অন্তত একশ’ বন্ধু বা কাছের মানুষদের গল্পটির থিম শুনিয়েছি। যেহেতু বিজ্ঞানকল্পভিত্তিক গল্প, তারাও বেশ উৎসাহ দিয়েছেন। আর আমার পড়াশোনার বিষয় ছিল রসায়ন। এ বিষয়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। তাই বলা যায়, বিজ্ঞানের প্রতি ঝোঁক তো ছিলই।’

গল্প প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এখানে আমাদের আশপাশের গল্পই উঠে আসবে। রসায়ন ও পুলিশ—দুটিরই প্রভাব থাকছে এতে। যেহেতু বিজ্ঞানকল্প তাই প্রচুর ভিএফএক্সের কাজ থাকছে। গতকাল (৩১ মার্চ) এর মূল পাণ্ডুলিপি শেষ হলো। এখন আমরা প্রি-প্রোডাকশনের কাজ করছি। সিনেমার শুটিংয়ের আগে প্রচুর প্রস্তুতি দরকার আমাদের।’
‘মিশন এক্সট্রিম’-এর দুই পর্ব ফায়সাল আহমেদের সঙ্গে যৌথভাবে পরিচালনা করলেও বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক থ্রিলারটি সানী সানোয়ার এককভাবে পরিচালনা করবেন। এটি নির্মিত হবে কপ ক্রিয়েশনের ব্যানারে। আগামী নভেম্বর থেকে এর শুটিং শুরু হবে।