নিজের ইউটিউব চ্যানেলে আইরিনের স্বল্পদৈর্ঘ্য

আইরিননননকরোনাকাল শিল্পীদের যেমন ভাবনার ফুরসত দিয়েছে, তেমনি ভিন্ন প্রতিভা প্রকাশেরও সুযোগ করে দিয়েছে।

সেই সূত্রে এর আগে নায়ক আরিফিন শুভ প্রকাশ করেন তার গাওয়া গানচিত্র ‘মনটা বোঝে না’। ঘোষণা দেন তথ্যচিত্র নির্মাণেরও। একই ধারায় এগিয়েছেন নায়িকা-মডেল বিদ্যা সিনহা মিম। নিজের চ্যানেলে প্রকাশ করেছেন লকডাউন সিনেমা ‘কানেকশন’।

এবার কবিতা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছেন নায়িকা আইরিন।
তসলিমা নাসরিনের প্রেমের কবিতা ধরে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। এতে দেখা যাবে, ‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’ নামের এ কবিতাটি আবৃত্তি করছেন আইরিন। পাশাপাশি এর ছন্দে ফুটে উঠবে গল্প।
আইরিন বললেন, ‌‘সারাক্ষণ শুধু নিজেরা দৌড়-ঝাঁপের মধ্যে থেকেছি। নিজেকে নিয়ে ভাবনার সুযোগ পাইনি। এই লকডাউনে সেটা সম্ভব হয়েছে। পাশাপাশি আরও একটি বিষয় সামনে এসেছে, আমরা সবাই ভার্চুয়াল জগতে আরও বেশি অভ্যস্ত হয়ে উঠেছি। সেই কারণেই নিজের ভাবনা থেকে ইউটিউব চ্যানেল চালু করছি। সেখানে এই কাজটি থাকবে।’
আগামী কোরবানির ঈদ উপলক্ষে এই চ্যানেলটি চালু করবেন আইরিন। কবিতা নিয়ে কাজ করা প্রসঙ্গে এই তারকা বলেন, ‘ছোটবেলা থেকেই আমি কবিতা খুব পছন্দ করি। আবৃত্তি করি। আমার এই কাজটি কেউ দেখেনি। স্বল্পদৈর্ঘ্যের মাধ্যমে অন্য আইরিনকে দেখা যাবে এবার।’
এটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। এখন ডাবিংয়ের কাজ চলছে।