এর নাম ‘তারকার আদালতে’। ঠিক প্রচলিত ধারার বাইরে ভিন্ন ঢঙের ৪০ মিনিটের আড্ডা এটি। এখানে অনুষ্ঠানের ব্যাপ্তির অর্ধেক সময় তানভীর তারেককে তারকারা সহজ প্রশ্ন করবেন। বাকি অর্ধেক বিব্রতকর প্রশ্নবাণে পড়তে হবে তাকে। প্রতিটি অনুষ্ঠান শুরু হবে তারকার বয়ানে।
অনুষ্ঠানের সময় ২, ৩ ও ৪ আগস্ট। ঈদের পরবর্তী এই তিন দিন ঠিক রাত ১১টা থেকে ৪০ মিনিটের এই লাইভ অনুষ্ঠানে তানভীর তারেককে জেরা করার জন্য থাকবেন দেশের জনপ্রিয় তিন শিল্পী। তারা হলেন বিদ্যা সিনহা মিম, ববি ও বাঁধন।
তারকাদের নিয়ে এই ঈদ আয়োজন প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘ঈদে মূলত গতানুগতিক ধারার বাইরে কিছু করার উদ্দেশ্যেই এই উদ্যোগ। আর তিন তারকার সঙ্গেই আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক দিনের। সেদিক থেকে আশা করছি, দর্শকদের জন্য দারুণ উপভোগ্য কিছু হবে। কারণ, তিন জনই দারুণ মেধাবী নারী। তাই আইডিয়াটা বের করে আমি নিজেও কিছুটা শঙ্কায় আছি, তাদের কাছে নাস্তানাবুদ হবার ভয়ে!’
ঈদের বিশেষ এই আয়োজন সরাসরি দেখা যাবে তানভীর তারেকের অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।