আলাউদ্দীন আলী প্রসঙ্গে সরাসরি কথা বলবেন কন্যা আলিফ

119072536_305114984116173_7822439790585003878_nকিংবদন্তি সুরস্রষ্টা আলাউদ্দীন আলীকে নিয়ে সরাসরি কথা বলবেন কন্যা কণ্ঠশিল্পী আলিফ।
তানভীর তারেকের অন্তর্জালভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান ‘জীবন যেখানে যেমন’-এর বিশেষ এই পর্বটি হবে আজ (১০ সেপ্টেম্বর)। যেখানে কন্যা আলিফের দৃষ্টিতে যেমন উঠে আসবে বাবার গল্প, তেমন কণ্ঠশিল্পী হিসেবেও কথা বলবেন সুরস্রষ্টা আলাউদ্দীন আলীকে নিয়ে।
সরাসরি আয়োজনটি প্রচার হবে রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তানভীর তারেকের ফেসবুক পেজ ও নিজস্ব ইউটিউব চ্যানেলে।
তানভীর তারেক বলেন, ‘একজন আলাউদ্দীন আলীর সংগীতজীবন নিয়ে গবেষণা চলবে কয়েক প্রজন্ম ধরে। আজকের আয়োজনটি মূলত এক শ্রদ্ধার্ঘ্য। তার সুযোগ্য কন্যা কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দীন প্রথমবারের মতো বাবার স্মরণে কোনও লাইভে অংশগ্রহণ করবেন। এর জন্য আমি সম্মানিত।’
আরও জানান, আজকের আয়োজনে মূল অতিথি আলিফের পাশাপাশি নানা প্রাসঙ্গিকতায় লাইভে যুক্ত হবেন আরও কয়েকজন বিশেষ অতিথি।
উল্লেখ্য, করোনাকালের শুরু থেকেই ‘গৃহসন্ধি আড্ডা’ ও ‘জীবন যেখানে যেমন’ নামের দুটি আয়োজনের মাধ্যমে সংস্কৃতির গুণী মানুষদের গল্প শুনিয়ে আসছেন সাংবাদিক-সংগীতশিল্পী-সাহিত্যিক তানভীর তারেক।