কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশের সঙ্গে কপিরাইট রেজিস্ট্রারের বৈঠক

বৈঠকে রেজিস্ট্রার ও শিল্পীরা

গতকাল ২১ সেপ্টেম্বর ২০২০ অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রারের বৈঠক।

পাশাপাশি ছিল নানা প্রশ্নোত্তর পর্বও। এতে কণ্ঠশিল্পীরা তাদের কপিরাইট বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরীকে। তিনি সেসব প্রশ্নের উত্তর দেন।

সংগীতশিল্পী নিয়াজ মোহাম্মাদ চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাসান আবিদুর রেজা জুয়েল। কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশের পক্ষে বিভিন্ন দাবিনামা তুলে ধরেন সংগঠনের অপর যুগ্ম আহ্বায়ক কুমার বিশ্বজিৎ। তিনি বলেন, ‘সংগীতশিল্পীদের স্বার্থ রক্ষায় এখনই সময় কপিরাইট আইনের যথাযথ সংস্কারের। আমরা সেই লক্ষ্যেও কাজ করে যাবো।’
২০২০-এর সংশোধিত কপিরাইট আইনে সকল শিল্পীদের অধিকার সংরক্ষণ করার দাবি জানান তিনি।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন ফাতেমা তুজ জোহরা, কিরণ চন্দ্র রায়, তপন চৌধুরী, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, রুমানা মোরশেদ কনকচাঁপা, প্রীতম আহমেদ ও জয় শাহরিয়ার। সভায় আরও উপস্থিত ছিলেন মঈদুল ইসলাম খান শুভ, সাব্বির জামান ও কিশোর দাস।
এতে সিদ্ধান্ত হয় যে আগামী এক সপ্তাহের মধ্যে কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশ নতুন কপিরাইট আইনে নিজেদের প্রস্তাবনা কপিরাইট অফিসে প্রদান করবে।