তৌসিফের নতুন গানচিত্র

তৌসিফ আহমেদদেশের অডিও জগতে একসময় দারুণ জনপ্রিয় ছিলেন বিরহী ঘরানার সংগীতশিল্পী তৌসিফ। অডিও অ্যালবাম যুগে তার বেশিরভাগ অ্যালবাম ছিল সুপারহিট।
অ্যালবাম কালচার বন্ধ হওয়ার পর তৌসিফও নিজেকে খানিক গুটিয়ে নেন। গেল প্রায় চার বছর অনিয়মিত গানের সঙ্গে। তবে মাঝে মধ্যে সিঙ্গেল গান দিয়ে নিজের অস্তিত্বের জানান দিতে ভুল করেন না এই শিল্পী।
সেই ধারাবাহিকতায় নতুন গানচিত্র নিয়ে হাজির হলেন তৌসিফ। শিরোনাম ‘চোখে মেঘ জমেছে’। জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশ হয়েছে সম্প্রতি।
চোখে মেঘ জমেছে কে জ্বালিবে আলো/ বুকে কান্না ছাপিয়ে কে বাসিবে ভালো—এমন কথায় সাজানো গানটি লিখেছেন স্যামুয়েল হক। সুর করেছেন তৌসিফ নিজেই। সংগীতায়োজন করেছেন মার্সেল।
ভিডিও নির্মাণ করেছেন মো. রাসেল। এতে মডেল হয়েছেন জিয়ন ও আনিলা।
গানচিত্রটি প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘অনেক দিন পর নিজের মতো করে একটা গান করলাম। আমার বিশ্বাস, গানটি আমার ভক্তরা পছন্দ করবেন।’

তৌসিফের কথা-সুরে গাওয়া গানের মধ্যে এখনও শ্রোতাদের টপচার্টে রয়েছে ‘বৃষ্টি ঝরে যায়’, ‘দূরে কোথাও’, ‘এক পলকে’ প্রভৃতি।
চোখে মেঘ জমেছে: