‘রুদ্র’ এবার যুক্ত হচ্ছে বাংলাদেশেও

একটি দৃশ্যে রুদ্র (মাঝে)কার্টুনপ্রিয় শিশুদের জন্য সুখবর। ১ অক্টোবর থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে কার্টুন সিরিজ ‘রুদ্র’।
ভারতে জনপ্রিয় এই সিরিজটি প্রচার হয় আটটি ভাষায়। এবার সেটি যুক্ত হচ্ছে বাংলা ভাষাতেও। বাংলাদেশের দর্শকদের জন্য ডাবিংকৃত সিরিজটি প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। প্রতিদিন সকাল ১০টা এবং সকাল ১১টায় পর পর দু’টি পর্ব প্রচার হবে বলে জানায় চ্যানেলটি।
সিরিজটির গল্প এমন—নয় বছর বয়সী জাদুকর রুদ্রকে ঘিরে আবর্তিত হয়েছে এর গল্প। জাদুকর দাদা জয় সিংহ চৌহানের সঙ্গে জাদুর শহর সান সিটিতে রুদ্র’র বসবাস। এই শহরের হিরো রুদ্র। দাদার কাছ থেকে প্রতিদিন নতুন নতুন জাদু শিখে শয়তান জাদুকর শাকালের বিপক্ষে লড়াই করে।