১১ বছরের পুরনো স্মৃতি নিয়ে দুজনার চট্টগ্রাম উড়াল!

বৃহস্পতিবার দুপুরে উড়োজাহাজের সিটে নিরব-অপুক্যারিয়ারের প্রথম নায়িকা অনেকটাই প্রথম প্রেমের মতো! মানে দুটো বিষয় যে কারও জীবনে বাড়তি বার্তা বহন করে।

নায়ক নিরবের ক্যারিয়ারে প্রথম নায়িকা অপু বিশ্বাস। সেই নায়িকার সঙ্গে আবারও পর্দা শেয়ার করছেন তিনি। মাঝে কেটে গেল টানা ১১টি বছর! বোঝাই যাচ্ছে, প্রথম কাজের পর একে অপরকে ফের খুঁজে নিতে বিষয়টি গড়িয়েছে অনেকটা সাধনার পর্যায়ে! আর সেই সাধনায় সংযোগ ঘটালো খোদ সরকারি অনুদান।
কারণ, নিরব-অপু জুটি আবারও সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে সরকারি অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’-তে। বন্ধন বিশ্বাসের পরিচালনায় ছবিটির শুটিং শুরু হচ্ছে ৬ নভেম্বর থেকে, চট্টগ্রামে। আর তাতে অংশ নিতে, স্মৃতিকাতর জুটি নিরব-অপু ঢাকা থেকে আকাশ জাহাজে চেপে বসলেন বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে। বিমানের পাখা ঘোরার আগেই মনের কথা বাংলা ট্রিবিউনকে বললেন নিরব। পাঠালেন জাহাজের সিটে পাশাপাশি বসা দুজনার সেলফি!
নিরব বললেন, ‘সত্যি বলতে যখন আমি প্রথম কাজ করি, তখন স্কুলের ছাত্র! ২০০৯ সালের কথা। তো ১১ বছর পর আবার আমরা একটা ছবি করছি। দুজনের জন্যই বিষয়টি স্মৃতিকাতর একটা বিষয়! আমরা বারবার নিজেদের সঙ্গে গল্প করছি ১১ বছর আগের শুটিং নিয়ে।’
আরও বলেন, ‘ছবির গল্পটা ভালো। নির্মাতা ভালো। সরকারি অনুদান রয়েছে। প্রায় দুই কোটি টাকা বাজেট। একটানা ২৩ দিন শুটিং করবো চট্টগ্রামে। সব মিলিয়ে আমরা খুবই আশাবাদী ছবিটি নিয়ে।’
জানা গেছে, চা বাগান শ্রমিকদের সুখ-দুঃখ নিয়ে নির্মিত হচ্ছে ‘ছায়াবৃক্ষ’।
অপু বিশ্বাস বলেন, ‘চা শ্রমিকদের গল্প নিয়ে ছবিটি। এর বেশি বলা যাবে না। পর্দায় দেখার জন্য অপেক্ষা করতে হবে। ১১ বছর পর আমি আর নিরব একসঙ্গে কাজ করছি, সেটিও এই ছবির অন্যতম দিক।’
নিরব-অপু ছাড়াও ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু প্রমুখ।
প্রসঙ্গত, অপু-নিরব অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মন যেখানে হৃদয় সেখানে’ মুক্তি পায় ২০০৯ সালে। ছবিটি পরিচালনা করেছিলেন শাহীন সুমন।