ট্রেলারে ‘বিশ্বসুন্দরী’, হতাশ সিয়াম-পরী ভক্তরা


সিয়াম-পরীমনির ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পাচ্ছে ১১ ডিসেম্বর। সেই বার্তা ছড়িয়ে দিতে ২ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ হলো ছবিটির তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেলার।
জনপ্রিয় নাটক নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম ছবি। জুটি হিসেবেও সিয়াম-পরীর প্রথম কাজ। এসব হিসেবে ছবিটিকে ঘিরে বাড়তি নজর ছিলো প্রায় সবার। বাড়তি আশা জাগিয়েছে ছবিটির গান, গত ডিসেম্বরে যা প্রকাশ পেয়ে হিটও হয়েছে- তুই কি আমার হবিরে। তবে এই শীতে, সেসব উষ্ণ-আশায় খানিক জল ঢেলে দেওয়ার মতো ঘটনা ঘটলো ট্রেলার থেকে।
না, এরজন্য প্রমাণ বা বিশেষজ্ঞ মতের প্রয়োজন নেই। ট্রেলারের কমেন্ট বক্সে চোখ রাখলেই স্পষ্ট। দুদিন ধরে যেখানে হতাশা ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ মন্তব্যই এমন, ‌‘পোস্টার আর গান দেখে অনেক আশায় ছিলাম। ট্রেলার দেখে হতাশ হলাম।’
আশার ছবিতে এমন হতাশা ছড়ানো প্রসঙ্গে এর নির্মাতার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান ব্যস্ত আছেন। তবে এই বিষয়ে মন্তব্য করতে সম্মত হয়েছেন ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা রুম্মান রশীদ খান।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কিন্তু সন্তোষজনক প্রতিক্রিয়াই পাচ্ছি। অনেকেই পছন্দ করেছেন, যা আমাদের ফেসবুকের টাইমলাইন দেখলেই বোঝা যাবে। তবে অনেক সময় সকালের সূর্য দেখেই পুরো দিনটা বোঝা যায় না। অন্তত চলচ্চিত্রের ক্ষেত্রে। এর আগেও অনেক প্রশংসিত ট্রেলারের পূর্ণাঙ্গ সিনেমা দর্শককে হতাশ করেছে। আবার এর বিপরীতও হয়েছে। তাই আমরা আশাবাদী, আমাদের সিনেমার মূল গল্পটি দর্শকের ভালো লাগবে।’
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’র ট্রেলারটি ২ ডিসেম্বর প্রকাশ হয়েছে মাছরাঙা টিভির ইউটিউব চ্যানেলে।
এদিকে, ট্রেলারে হতাশা ছড়ালেও ‘বিশ্বসুন্দরী’র গান ‘তুই কি আমার হবি রে’ ইউটিউবে দেখা হয়েছে তিন কোটিরও বেশিবার। এতে ইমরান-কণার কণ্ঠ ছাড়াও পরী-সিয়ামের রসায়ন ভীষণ পছন্দ করেছেন দর্শকরা।

পরীমনি জানান, ‘সিয়ামের সঙ্গে এটি আমার প্রথম জুটি। গতানুগতিক থেকে ভিন্ন ধারার কেমিস্ট্রি পাওয়া যাবে এই জুটিতে। ছবিটির গল্পও ভীষণ সুন্দর। স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের হলে আসার অনুরোধ করছি।’
ছবিতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ আরো অনেকে।