নাট্যজন মান্নান হীরা আর নেই

মান্নান হীরা

নন্দিত নাট্যজন মান্নান হীরা আর নেই। বুধবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান (ইন্নালিল্লাহি....রাজিউন)।
আরণ্যক নাট্যদলের অন্যতম সদস্য তাজু কামরুল ও অভিনেতা শতাব্দী ওয়াদুদ বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেন।
তাজু কামরুল বলেন, ‘উনার হার্টে আগেও খানিক জটিলতা ছিল। তবে সাম্প্রতিক সময়ে তিনি সুস্থই ছিলেন। রাত সোয়া ৮টার দিকে হঠাৎ ভাবির কাছ থেকে খবর পাই উনার শরীর খারাপ করছে। মালিবাগের বাসায় গিয়ে দেখি অচেতন প্রায়। সঙ্গে সঙ্গে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে আসি। কিন্তু শেষ রক্ষা করতে পারিনি।’
এদিকে শতাব্দী ওয়াদুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হীরা ভাইয়ের হার্টবিটে খানিক জটিলতা আগেও ছিল। এ জন্য আগেও তিনি বেশ ক’বার হাসপাতালে গিয়েছেন। এবারও গেলেন, কিন্তু ফিরে এলেন না।’  
মান্নান হীরা পথনাটক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ জীবন। তিনি পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা ছিলেন। তিনি মঞ্চ ও টিভির জন্য অসংখ্য নাটক লিখেছেন। মঞ্চের জন্য তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে ‘লাল জমিন’, ‘ভাগের মানুষ’, ‘ময়ূর সিংহাসন’, ‘সাদা-কালো’। ‘মূর্খ লোকের মূর্খ কথা’ মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক।
২০১৪ সালে তিনি সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ তৈরি করেন। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যও পরিচালনা করেন তিনি।

২০০৬ সালে তিনি নাটক শ্রেণিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।