রিয়াজুল রিজুর সিনেমা ‘২ ঘণ্টা ১০ মিনিট’

‘বাপজানের বায়স্কোপ’ চলচ্চিত্র দিয়ে চমকে দেন তরুণ নির্মাতা রিয়াজুল রিজু। ঘরে তোলেন একসঙ্গে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার!

তরুণ এই নির্মাতা এবার চলচ্চিত্রে অভিনয় করছেন। তাও প্রথমবারের মতো। নাম ‘২ ঘণ্টা ১০ মিনিট’। এটি পরিচালনা করছেন মুন্তাহিদুল লিটন।

রিজু বলেন, ‘থিয়েটারে অভিনয়ের মাধ্যমে আমার জন্ম। পরবর্তীতে নির্মাতা হিসেবেই পরিচিতি লাভ করি। তবে অভিনয়ের নেশা পিছু ছাড়েনি। তাই মাঝে-মধ্যে বিভিন্ন মাধ্যমে অভিনয় করার চেষ্টা করেছি। তবে চলচ্চিত্রে অভিনয় এবারই প্রথম।’

আরও বলেন, ‘পরিচালককে ধন্যবাদ জানাই আমার অভিনীত প্রথম চলচ্চিত্রেই প্রধান চরিত্র দেওয়ার জন্য। চলচ্চিত্রটিতে মৃত্যুদূত আর সৎ মানুষের প্রতিচ্ছবি হিসেবে আমি অভিনয় করছি, এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আশা করছি ভালো কিছুই হবে।’

সম্প্রতি ঢাকার অদূরে সাভারে শুরু হয়েছে এই চলচ্চিত্রের শুটিং।

টিম ‘২ ঘণ্টা ১০ মিনিট’পরিচালক মুন্তাহিদুল লিটন বলেন, ‘রিজু ভাই অসম্ভব মেধাবী একজন মানুষ। নির্মাণের পাশাপাশি অভিনয়ও দারুণ করেন। আমাদের চলচ্চিত্রটির ধরণ ভিন্ন ধারার। এটি মূলত সাইকোলজিক্যাল থ্রিলার।’

শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটির সহযোগী পরিচালক হিসেবে আছেন আমিনুল ইসলাম শাওন। রিয়াজুল রিজু ছাড়াও এতে অভিনয় করছেন তানভীর তনু, মানষী প্রকৃতি, ববি, জ্যাকি আলমগীরসহ অনেকে।