করোনায় আক্রান্ত আফসানা মিমি, হাসপাতালে ভর্তি

দেশের অন্যতম অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত সপ্তাহে কোভিড টেস্টে ফলাফল পজিটিভ আসে। এরপর তিনি ঘরেই ছিলেন। কাশি কমছিল না। তাই ১ এপ্রিল এই অভিনেত্রীকে ভর্তি করা হয় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন আফসানার মিমির নির্মাণসঙ্গী নজরুল সৈয়দ।

তিনি জানান, আফসানা মিমির শরীর সম্প্রতি খারাপ হওয়ায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। এটি গেলো সপ্তাহের খবর। এরপর থেকে মিমি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন।

হাসপাতালে ভর্তি হওয়া প্রসঙ্গে নজরুল সৈয়দ বলেন, ‘মিমি আপা এখনও ভালোই আছেন। কাশিটা একটু বাড়ছে। এছাড়া খারাপ কিছু নেই। এক সপ্তাহের ওপর করোনায় আক্রান্ত। ওষুধ চলছিল। কাশি কমছে না বলেই আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’