কোভিড ফলাফল রাত ১২টায়

সানী-মৌসুমীর ঘরে করোনা উপসর্গ, উৎস ছেলের বিয়ে?

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে (২৬ মার্চ) ঢালিউডের সেরা দম্পতি সানী-মৌসুমীর ঘর আলো করে এলো পুত্রবধূ আয়েশা।

তবে সেই আলোতে খানিক ছায়া পড়লো শুক্রবার (২ এপ্রিল নাগাদ)। এদিন ওমর সানী জানান, মৌসুমী, ছেলে ফারদিন ও তার স্ত্রী আয়েশাসহ পরিবারের আরও কয়েকজন অসুস্থ। সবার মধ্যেই রয়েছে করোনাভাইরাসের উপসর্গ। যেমন জ্বর ও শরীর ব্যথা।

ধারণা করা হচ্ছে, ছেলে ফারদিনের বিয়ের আনুষ্ঠানিকতা সারতে গিয়েই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পুরো পরিবার। সানী জানান, তাদের কয়েকজন স্বজনেরও শরীরের অবস্থা ভালো না। একই উপসর্গ।

ওমর সানী শনিবার (৩ এপ্রিল) দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবাই বাসাতেই আছি আইসোলেশনে। সকালে নমুনা দিয়েছি টেস্টের জন্য। রাত ১২টার দিকে রেজাল্ট পাবো। আপাতত আমরা ফলাফলের অপেক্ষায় আছি। সবার কাছে দোয়া চাইছি।’

সানী জানান, ছেলে ফারদিনের বিয়ের কিছুদিন আগে একমাত্র কন্যা ফাইজার জ্বর হয়। তবে কোভিড টেস্টে তার ফলাফল নেগেটিভ আসে। মূলত সেই ভরসা থেকেই বড়সড় আয়োজনে ছেলে ফারদিনের বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সানী-মৌসুমী দম্পতি।

ছেলের বিয়েতে এভাবেই মোনাজাত ধরলেন ওমর সানীসানী বলেন, ‘এরপর ফারদিন আর বউমা অসুস্থ হয়। করোনার কিছু উপসর্গ তাদের মধ্যে আছে। মৌসুমীরও শরীর ব্যথা, গলাব্যথা, হালকা জ্বর; যে কারণে সে পরিচালক সমিতির নির্বাচনে ভোট দিতে যেতে পারেনি। সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইছি, সবার যেন করোনা নেগেটিভ আসে। কারণ, সিজনাল জ্বরও তো হতে পারে।’

গত ২৬ মার্চ অনুষ্ঠিত হয় মৌসুমী-ওমর সানী দম্পতির একমাত্র ছেলে ফারদিনের বিয়ে। বেশ ঘটা করে কানাডা-প্রবাসী কুমিল্লার মেয়ে আয়েশাকে ছেলের বউ হিসেবে ঘরে তোলেন তারা। তারপর থেকে ওমর সানী ছাড়া একে একে পরিবার ও স্বজনদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন।