জাপান-বাংলার বন্ধুত্ব নিয়ে তাহসানের গান (ভিডিও)

বাংলাদেশ ও জাপানের মধ্যেকার দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস একটি গানচিত্র তৈরি করেছে।

যেখানে বিশ্বব্যাপী চলমান করোনা মহামারি নিয়েও থাকছে সচেতনতামূলক বার্তা। দু’দেশের বন্ধুত্বের এ গানে আছেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। গানটির শিরোনাম ‘বন্ধুত্বের পতাকা’।

তাহসানের নিজের লেখা ও সুরে এ গানটিতে এই চলমান মহামারি মোকাবেলায় জাপানসহ সারাবিশ্ব যেসব নিয়মনীতি মেনে চলছে সে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

গানটি সম্পর্কে তাহসান খান বলেন, ‘জাপান ও বাংলাদেশের মধ্যেকার দৃঢ় বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে স্মরণীয় করে রাখতে এবং চলমান করোনা মহামারি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই গানটি তৈরি করেছি। আমি আশা করবো, এটি দুটি দেশের বন্ধুত্বকে এগিয়ে নিতে এবং একতাবদ্ধ হয়ে এই পরজীবীর বিরুদ্ধে লড়তে উদ্বুদ্ধ করবে।’

গানটি জাপান দূতাবাস তাদের ফেসবুক পেজে ইতোমধ্যেই অবমুক্ত করেছে।

ভিডিও: