ঈদে আসছে ‌‘কসাই’, দেখা যাবে ২০ টাকায়

এবারের রোজার ঈদেও সিনেমা হলে মুক্তি পাচ্ছে না কোনও চলচ্চিত্র। ভরসার অনলাইনে এলো সিনেমা মুক্তির প্রথম ঘোষণা। অ্যাপভিত্তিক প্ল্যাটফর্ম আই থিয়েটার ঈদে আনছে নায়ক নিরব অভিনীত ‘কসাই’ চলচ্চিত্র।

অনন্য মামুন পরিচালিত এ ছবিটি দেখা যাবে মাত্র ২০ টাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

তিনি বলেন, ‘ঈদের দিন সিনেমাটি মুক্তি পাবে। তবে সময়টা এখনও আমরা নির্ধারণ করিনি। আর অ্যাপটি একদিনের জন্য সাবস্ক্রিপশন করতে লাগবে ২০ টাকা। একদিনের মধ্যে সিনেমাটি যতবার ইচ্ছা দেখা যাবে। অন্য কনটেন্টেও দেখতে পারবেন দর্শকরা।’

জানা যায়, আজ (১১ মে) বিকাল চারটায় সিনেমার ট্রেলার প্রকাশ পাবে। মুক্তি উপলক্ষেই এটি প্রকাশিত হতে যাচ্ছে।

আলোচনায় থাকা এ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসাইন, নবাগত প্রিয়মনি, রাশেদ মামুন অপু, নওশাবা, ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির।

এদিকে, ‘কসাই’ নিয়ে নিরবের পাশাপাশি আলোচনায় আছেন অভিনেতা রাশেদ মামুন অপু। তিনি এতে কসাইর ভূমিকায় অভিনয় করেছেন।