শাকিবের জন্য পিছিয়ে গেলেন রোশান!

পাশাপাশি সময়ে নির্মাণের ঘোষণা আসে শাকিব খান অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ এবং জিয়াউল রোশানের ‘রিভেঞ্জ’র।

দুটি ছবির নায়িকাই শবনম বুবলী। চলতি মে মাসের প্রথম সপ্তাহে শাকিবের সিনেমার দৃশ্যধারণ হওয়ার কথা ছিল। তপু খান পরিচালিত এ ছবির কাজ এখনও শুরু হয়নি। যা হবে আগামীকাল (২৫ মে) থেকে।

অন্যদিকে, এই ছবিটির জন্যই শুটিংয়ের দিনক্ষণ ছেড়ে দিতে হয়েছে ‘রিভেঞ্জ’র। রোশানের সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা ছিল চলতি মাসের ৩০ তারিখে। ছবির পরিচালক মো. ইকবাল জানালেন, দুই ছবির নায়িকা বুবলী হওয়ায় পিছিয়ে এসেছেন তারা।
আগামী মাসে শুরু হবে ‘রিভেঞ্জ’র কাজ।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৩১ মে পর্যন্ত তো লকডাউন থাকছে। অন্যদিকে বুবলীর সিডিউল নিয়ে একটু সমস্যা হয়েছিল। শাকিবের ছবিটির কাজ মাত্র শুরু হলো। তাই আমরা ১১ দিন পিছিয়ে গেলাম। রোশান ও বুবলীকে নিয়ে আমাদের ছবির শুটিং শুরু হবে ১০ জুন।’

শাকিব সিনিয়র নায়ক বলেই কি রোশান বা আপনাকে পিছিয়ে যেতে হলো- এমন প্রশ্নে ইকবাল বলেন, ‘বিষয়টি আসলে তা নয়। করোনায় কেউ-ই কাজ এগিয়ে নিতে পারেননি। তাদের সিডিউলটা আগে ছিল। সৌহার্দ্যের জায়গা থেকে আমরা পিছিয়ে নিয়েছি।’

‘লিডার, আমিই বাংলাদেশ’-এর প্রযোজক বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক সৈয়দ আশিক রহমান বলেন, ‘চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে দৃশ্যধারণ শুরু করা হয়নি। আগামীকাল ২৫ মে উত্তরায় আমরা সিনেমার মহরত ও শুটিং শুরু করতে যাচ্ছি। আমাদের টার্গেট থাকবে, একটানা ৩০দিন শুটিং করার। বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করছে।’