বাবা হচ্ছেন নোবেল ম্যান, সমালোচিত সেখানেও!

বিতর্কেই বেশি পাওয়া যায় তরুণ গায়ক মাঈনুল আহসান নোবেলকে। এ গায়কের কোনও খবর হলেই সেটাতে সমালোচনা তৈরি হয়। নতুন সংবাদ দিয়েছেন নোবেল। সেখানেও চলছে সমালোচনা। 

জানান, তার স্ত্রী মা হতে চলেছেন, অর্থাৎ নোবেল হচ্ছেন বাবা। 

গতকাল (২৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নোবেল লেখেন—‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন।’ 

এখানে বাদ সেধেছে ‘হয়তো’ শব্দ নিয়ে! অনেকে প্রশ্ন তুলেছেন, ‘হয়তো কেন? আপনি কি শিওর নন?’ 

একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! কিন্তু হয়তো আবার কী? নিজের ওপর নিজের কনফিডেন্স নেই!’

আরেকজন লিখেছেন, ‘‘বাবা-মা হলে সবাই জানিয়ে দেয়, তারা বাবা-মা হতে চলেছেন। ‘হয়তো’ ব্যবহার করাটা দৃষ্টিকটু। আবার অন্য ইঙ্গিতও দেয়।’’

নোবেলের নানা বিতর্ককে টেনে এনে একজন বলেছেন, ‘বাবা হবেন, শুভ কামনা। দোয়া করি সন্তান যেন আপনার মতো (বিতর্কে না জড়ায়) না হয়।’

নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ। এরমধ্যে নোবেলের গানের ভিডিওতেও হাজির হয়েছেন তিনি। বেশ গোপনেই তাদের বিয়ের পর্ব পার হয়েছে। মাঝে উঠেছিল বিচ্ছেদের সুরও। তবে সর্বশেষ ‘জেমস বিতর্ক’ আর মামলার পর নোবেল আবারও ফিরেছেন সংসার জীবনে।