শুধু নাচাতে নয়, প্রেমেও পড়াতে চাই: আয়েশা

বেশ আয়োজন করে নতুন গান বেঁধেছেন এই প্রজন্মের অন্যতম সংগীতশিল্পী আয়েশা মৌসুমী। নাম রেখেছেন ‘বলো না’। শুধু গাওয়া নয়, সুরটাও করেছেন নিজেই।

সুরকার হিসেবে একটা ভালো বার্তাও দিলেন, ‌‘এতদিন বেশিরভাগ গান গেয়েছি আপ-বিটের। যে গান শুনে সবাই শুধু নেচেছে। কিন্তু এই পর্যায়ে এসে মনে হলো, গান গেয়ে শুধু নাচাতেই নয়, প্রেমেও পড়াতে চাই শ্রোতাদের। সেই মাপেই সুরটা করেছি।’

সুদীপ কুমার দীপের লেখায় গানটির সংগীতায়োজন করেছেন জাহিদ নীরব। আর পুরো প্রজেক্টের প্রযোজক হিসেবেও আছেন আয়েশা নিজেই।  

এরমধ্যে ভিডিওর শুটিং শেষ। বানিয়েছেন মারুফ রায়হান। চলছে সম্পাদনার কাজ। গানচিত্রটি প্রকাশ হবে আয়েশার নিজস্ব ইউটিউব চ্যানেলে, ঈদের দিন ঠিক সন্ধ্যা ৭টায়।

আয়েশা মৌসুমীআয়েশার প্রত্যাশা, ‘এই গানটিতে মানুষ আমাকে অন্যরকমভাবে দেখবে ও শুনবে। আশা তো করি সবাই গানটার প্রেমে পড়বে!’

আয়েশা মৌসুমী সর্বশেষ গেলো ঈদে নজরে আসেন নাটকের বেশক’টি গান গেয়ে। অন্যতম ‘বুক চিন চিন করছে হায়’, ‘ছাইড়া দে মা কাইন্দা বাঁচি’, ‘দিল ড্যান্স মারে’, ‘জাস্ট ফ্রেন্ড’ প্রভৃতি। এছাড়া ফেসবুক-ইউটিউবে নিয়মিত সরব আছেন দেশ-বিদেশের নানা ধারার পুরনো গান কণ্ঠে তুলে।