আগস্টে ‌‘নূর’

আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসজুড়ে বাংলাদেশে থাকবে বলিউড নির্মাতা শ্যাম বেনেগালের টিম। উদ্দেশ্য, ‘বঙ্গবন্ধু’ ছবির শুটিং করা। যেখানে মুখ্য চরিত্রে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ।

আর এ কারণে নতুন ছবি ‘নূর’-এর কাজটা দ্রুত ধরতে চাইছেন সদ্য নির্বাহী প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করা এ তারকা। চাইছেন, আগস্ট মাসেই শুরু করতে চলচ্চিত্রটির শুটিং। তবে সবকিছুর আগে দরকার করোনা পরিস্থিতি আর শুভর ইনজুরি কাটিয়ে ওঠা।

শুভ জানালেন, চলচ্চিত্রটির শুটিং গত ঈদের আগে শুরু করতে পারেননি তারা। তাই এখন সময়টা আছে আগস্ট মাস।

এই তারকা বললেন, ‘‘নূর’ ছবিটি নিয়ে পরিচালক-কুশলীসহ আমরা সবাই খুবই আশাবাদী। আমরা অপেক্ষা করছি করোনার ঢেউটা থামার জন্য। এটা হলে আমরা দ্রুতই শুটিংয়ে ফিরবো।’’

এদিকে, বডি ট্রান্সফরমেশনের পুরনো ইনজুরিতে আবারও পড়েছেন শুভ। এর ফলে এখন আছেন পুরোপুরি বিশ্রামে। 

ইনজুরি বিশেষজ্ঞ দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন আরিফিন শুভ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কাজ করেন। ক্রিকেটারদের ইনজুরি ও শুভর ইনজুরি প্রায় একই ধরনের বলে আপাতত মনে হচ্ছে তার।

শুভ বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকরা যা বললেন, সেরকম যদি হয়, তাহলে আগামী ১৫-২০ দিনের রিহ্যাবিলিটেশনের মধ্য দিয়ে যেতে হবে। আর সেটা সম্ভব হলে আগস্টের শেষ সপ্তাহে আমি শুটিংয়ে অংশ নিতে পারবো।’

তরুণ পরিচালক রায়হান রাফি পরিচালিত ছবি ‘নূর’। গত ১২ জুন থেকে এর শুটিং হওয়ার কথা ছিল। দিনাজপুর-সৈয়দপুর এলাকায় কাজ হওয়ার কথা। তবে শুভ জানালেন, এখনও তারা শুটিংয়ের স্থান দেখছেন।

ছবিটির মূল প্রযোজক হিসেবে আছে শাপলা মিডিয়া।