X
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

শুভর অভিনয়ের প্রশংসা করলেন বাঁধন

বিনোদন রিপোর্ট
১৭ জুন ২০২৫, ১৯:৫০আপডেট : ১৮ জুন ২০২৫, ১১:০৬

আজমেরী হক বাঁধন বরাবরই স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে তিনি নতুন করে আলোচনায় উঠে আসেন। এ বিষয়ে তার পক্ষে-বিপক্ষে নানা মত থাকলেও তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন এরইমধ্যে।

বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত ঈদুল আজহায় মুক্তি পাওয়া তার সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’ নিয়ে। এই সিনেমায় তিনিই প্রোটাগনিস্ট চরিত্র। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বেশ। বাঁধনের অভিনয়ও প্রশংসিত হচ্ছে। ‘এশা মার্ডার :কর্মফল’ সিনেমায় বাঁধন নিজের সিনেমার পাশাপাশি ঈদের বাকি সিনেমাগুলো নিয়েও যথেষ্ট সচেতন তিনি। এরইমধ্যে তিনি দেখে ফেলেছেন ‘উৎসব’, ‘ইনসাফ’ আর ‘নীলচক্র’। সেগুলো নিয়ে কথা বলছেন গণমাধ্যমে।

এই অভিনেত্রী বলেন, “উৎসব’ ভীষণ ভালো লেগেছে। আর ‘নীলচক্র’-তে আরিফিন শুভ দারুণ অভিনয় করেছেন।” ‘নীলচক্র’ সিনেমায় আরিফিন শুভ শুধু তাই নয়, শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ শুভর অভিনয় নিয়েও তিনি কথা বলেন।

এ বিষয়ে তিনি বলেন, “বরাবরই শুভ দারুণ অভিনয় করেন। ‘মুজিব’ সিনেমাতেও শুভ খুব ভালো অভিনয় করেছিল।”

শুভর অভিনয়ের প্রশংসা করলেও এই সিনেমার বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন বাঁধন। একশো কোটির সিনেমা বলা হলেও আদৌ সেই বাজেটে সিনেমাটি নির্মাণ হয়েছে কিনা, তা নিয়ে সন্দিহান তিনি।

বলা প্রয়োজন, ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি নির্মাণ করেছেন সানি সানোয়ার। বাঁধন ছাড়া আরও অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ প্রমুখ।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
আরও দৃশ্যমান হচ্ছে ‘দৃশ্যমাধ্যম সমাজ’
আরও দৃশ্যমান হচ্ছে ‘দৃশ্যমাধ্যম সমাজ’
‘যা দেখছি তা ভয়াবহ’
মিটফোর্ড হত্যা‘যা দেখছি তা ভয়াবহ’
আবার শুরু...
আবার শুরু...
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
বিনোদন বিভাগের সর্বশেষ
 ‘আলী’র ট্রেলারে ইরফান চমক!
 ‘আলী’র ট্রেলারে ইরফান চমক!
নারীর সাহস ও স্বর তুলে ধরবেন তোরসা
নারীর সাহস ও স্বর তুলে ধরবেন তোরসা
কনসার্টে ছুরিকাঘাতে আহত কানাডিয়ান র‌্যাপার
কনসার্টে ছুরিকাঘাতে আহত কানাডিয়ান র‌্যাপার
‘এই সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে’
‘এই সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে’
গিটারিস্টের জন্য কনসার্ট
গিটারিস্টের জন্য কনসার্ট