ভরদ্বাজের ‘খুপিয়া’ গল্পে যা থাকছে

চলতি মাসে বাংলাদেশে নতুনভাবে আলোচনায় আসেন বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজ। জানা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্রটি নির্মাণ করছেন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ নির্মাতা। আর যে কারণে প্রয়োজন বাংলাদেশি অভিনেত্রী। এ জন্য কয়েক দফায় দ্বারস্থ হয়েছে এদেশের বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী ও আজমেরী হক বাঁধনের কাছে। তবে চিত্রনাট্য ভালো না লাগায় এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মিম ও মেহজাবীন। 

তারা জানান, বাংলাদেশ নিয়ে অসত্য রাজনৈতিক তথ্য এতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যা ভালো লাগেনি তাদের। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য মেলেনি বাঁধনের কাছ থেকে। 

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদনে এবার উঠে এসেছে এর গল্প।

জানা যায়, চলচ্চিত্রটি তৈরি হচ্ছে অমর ভূষণের বই থেকে। যার নাম- ‘এসকেপ টু নো হোয়ার’। এতে দেখা যাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার (র) ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে থাকা সত্ত্বেও একজন যুগ্ম সচিব হঠাৎই অদৃশ্য হয়ে যান।

তবে চলচ্চিত্রটি যেহেতু গোপন নথির ওপর তৈরি হচ্ছে তাই অনেক কিছুই এখনও প্রকাশ্য করতে রাজি নয় সংশ্লিষ্টরা। তবে মিম ও মেহজাবীনের বরাতে যেহেতু দেশের নাম এসেছে তাই ধরে নেওয়া হচ্ছে এই যুগ্ন সচিব বাংলাদেশেরই কেউ। কিংবা তার সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশ। 

জানা যায়, নেটফ্লিক্স প্রযোজিত এ ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় থাকছেন বলিউড অভিনেত্রী টাবু। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আলি ফজল। সিনেমাটিতে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন পাঞ্জাবি নায়িকা ওয়ামিকা গাব্বি ও আশিষ বিদ্যার্থী।